চিত্রকলা ও ভাস্কর্য ২

প্রয়োগের দুর্বলতায় ভারাক্রান্ত রচনা

ক্রিয়েটিভ পেইন্টার্স গ্রুপ–এর উদ্যোগে ১০ জন শিল্পীর ছবি নিয়ে সম্মেলক প্রদর্শনী অনুষ্ঠিত হল সম্প্রতি ইমেজেস অ্যান্ড বিয়ন্ড গ্যালারিতে। শিশুশিল্পী অরিত্র আদক-এর অগ্নিশিখার আলোকচিত্রটি বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ০০:০০

ক্রিয়েটিভ পেইন্টার্স গ্রুপ–এর উদ্যোগে ১০ জন শিল্পীর ছবি নিয়ে সম্মেলক প্রদর্শনী অনুষ্ঠিত হল সম্প্রতি ইমেজেস অ্যান্ড বিয়ন্ড গ্যালারিতে। শিশুশিল্পী অরিত্র আদক-এর অগ্নিশিখার আলোকচিত্রটি বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। অর্কশিখা অভিব্যক্তিবাদী রীতিতে তমসাদীর্ণ মানুষী-প্রতিমাকল্প এঁকেছেন। স্বপন কুমার নাথ কুটুম-কাটাম ধরনের কাজ করেছেন বিভিন্ন বৃক্ষাংশ দিয়ে। প্রয়োগের দুর্বলতা অনেক রচনাকেই ভারাক্রান্ত করেছে।

Advertisement
আরও পড়ুন
Advertisement