চিত্রকলা ও ভাস্কর্য ২

কল্পরূপ ও বাস্তবতার মেলবন্ধনে

ইন্ডিয়ান ক্যানভাস দলের সম্মেলক অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। সুব্রত বসু-র ভাস্কর্য, শুভাশিস সেনের আলোকচিত্র ছাড়া সকলেরই ছিল বিভিন্ন মাধ্যমের ছবি।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ০০:০০

ইন্ডিয়ান ক্যানভাস দলের সম্মেলক অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। সুব্রত বসু-র ভাস্কর্য, শুভাশিস সেনের আলোকচিত্র ছাড়া সকলেরই ছিল বিভিন্ন মাধ্যমের ছবি। দুটি পাখির রূপায়ণে মিনু দে মগ্নতার পরিচয় দিয়েছেন। কল্পরূপের বিভিন্ন প্রকাশ ছিল মৌমিতা ঘোষ, সুস্মিতা রক্ষিত, প্রণব রায়চৌধুরী, শঙ্কর দাশগুপ্ত ও রিনা জৈনের ছবিতে। অনুরাধা গায়েন এঁকেছেন ভারতীয় চিত্ররীতিতে। সোমনাথ ভট্টাচার্য সমাজ-বাস্তবতাকে কল্পরূপে রূপান্তরিত করেছেন।

Advertisement
আরও পড়ুন
Advertisement