চিত্রকলা ও ভাস্কর্য ২

ধ্রুপদী ও লৌকিক মেলবন্ধনে কাব্যময়

দোলন কুণ্ডু মণ্ডল টেরাকোটায় কাজ করেন। নিজে নিজেই শিখেছেন। ৩২টি ছোট-বড় ভাস্কর্য নিয়ে প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। খুবই পরিচ্ছন্ন তাঁর প্রকাশভঙ্গি। এবং কাব্যময়। ধ্রুপদী ও লৌকিক আঙ্গিককে মিলিয়ে নিয়েছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০

দোলন কুণ্ডু মণ্ডল টেরাকোটায় কাজ করেন। নিজে নিজেই শিখেছেন। ৩২টি ছোট-বড় ভাস্কর্য নিয়ে প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। খুবই পরিচ্ছন্ন তাঁর প্রকাশভঙ্গি। এবং কাব্যময়। ধ্রুপদী ও লৌকিক আঙ্গিককে মিলিয়ে নিয়েছেন। পৌরাণিক বিষয় যেমন আছে, তেমনই আছে নিসর্গ, পাখি ইত্যাদি। একটি বড় আকারের প্যাঁচার রূপায়ণ মন ছুঁয়ে যায়। আধুনিকতার সঙ্গে ঐতিহ্য মিলিয়ে নেওয়ার অসামান্য দৃষ্টান্ত তাঁর রচনাগুলি।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • আর্ট ইন লাইফ ৭ অক্টোবর পর্যন্ত।

অ্যাকাডেমি: • রীনা মুস্তাফি ২১ পর্যন্ত।

মনীষা ২১ পর্যন্ত।

নীলোৎপল সিংহ, পরাগ রায় প্রমুখ ২১ পর্যন্ত।

আইসিসিআর: • পিস ১৭ পর্যন্ত।

রেঞ্জ গ্যালারি: • রাম কুমার মান্না, দীপঙ্কর সংকৃত্তায়ন ২২ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement