চিত্রকলা ও ভাস্কর্য ২

নান্দনিকতায় উপভোগ্য গ্রামীণ নিসর্গ

দীর্ঘ দিন অনুশীলনের ফলে রিনা মুস্তাফি তেলরঙের ‘ইমপ্যাস্টো’ পদ্ধতিতে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০

দীর্ঘ দিন অনুশীলনের ফলে রিনা মুস্তাফি তেলরঙের ‘ইমপ্যাস্টো’ পদ্ধতিতে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। ক্যানভাসে স্প্যাচুলার সাহায্যে, কখনও বা সরাসরি টিউব থেকে রং লাগিয়ে তিনি যে ঘনত্বময় বর্ণের বুনোট তৈরি করেন, তার নান্দনিকতা খুবই উপভোগ্য। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত তাঁর একক প্রদর্শনীতে তিনি এঁকেছেন মূলত নিসর্গ ও গ্রামীণ জীবনের ছবি। শিল্পী প্রকরণে নিজস্ব এক আঙ্গিক-পদ্ধতি তৈরি করতে পেরেছেন।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: •আর্ট ইন লাইফ ৭ অক্টোবর পর্যন্ত।

অ্যাকাডেমি: • ব্রততী মুখোপাধ্যায়, বিনীত কুমার সিংহ ২৯ পর্যন্ত।

তাজবেঙ্গল: • সঞ্জয় মজুমদার কাল শেষ।

আরও পড়ুন
Advertisement