book review

Book review: মিথ্যা, ডাহা মিথ্যা ও আফগান-যুদ্ধ

বহু অনিবার্য প্রশ্নের সামনে আগ্রহী পাঠককে দাঁড় করিয়ে দেবে দি আফগানিস্তান পেপার্স, যা এই যুদ্ধের এক গোপন ইতিহাসও বটে।

Advertisement
অগ্নি রায়
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ০৭:৩৩
বাস্তব: উত্তর আফগানিস্তানে যুদ্ধরত আমেরিকান সৈন্য। নভেম্বর, ২০০১।

বাস্তব: উত্তর আফগানিস্তানে যুদ্ধরত আমেরিকান সৈন্য। নভেম্বর, ২০০১। গেটি ইমেজেস

দি আফগানিস্তান পেপার্স: আ সিক্রেট হিস্ট্রি অব দ্য ওয়ার
ক্রেগ হুইটলক
৭৯৯.০০
সাইমন অ্যান্ড শুস্টার

নিউ ইয়র্কে টুইন টাওয়ার তাসের বাড়ির মতো ধসে পড়ার দু’সপ্তাহ অতিক্রান্ত। গোটা আমেরিকা তখনও কাঁপছে আতঙ্ক, স্বজন হারানোর বেদনা এবং ক্রোধের মিশ্র আবেগে। ওয়াশিংটনের প্রতিরক্ষা মন্ত্রকের ওয়ার রুমে ডোনাল্ড রামসফেল্ড সদ্য ঘোষণা করেছেন আফগানিস্তানে সশস্ত্র অভিযান তথা যুদ্ধের কথা। হঠাৎই এক সাংবাদিক প্রশ্ন ছুড়লেন, “বিপক্ষের চোখে ধুলো দিতে কি আমেরিকান কর্তরা সংবাদমাধ্যমকে মাঝেমধ্যেই মিথ্যে খবর খাওয়াবেন?”

Advertisement

কিছু ক্ষণ চুপ করে থাকলেন পেন্টাগনের প্রখ্যাত ব্রিফিং রুমের পোডিয়ামে দাঁড়ানো আমেরিকার প্রতিরক্ষা সচিব রামসফেল্ড। তার পর হেসে উদ্ধৃত করলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সেই প্রবাদপ্রতিম উক্তি— “যে কোনও যুদ্ধেই সত্য বিষয়টি এতই দুর্মূল্য যে, তাকে সব সময়ই একাধিক মিথ্যার দেহরক্ষী নিয়ে আসতে হয়!” তবে সঙ্গে এটাও বললেন, তাঁর মিথ্যা ভাষণের প্রয়োজন পড়বে না। অনেক উপায় আছে, যেখানে মিথ্যা না বলেও অনেক কিছু গোপন করা যায়। সাংবাদিকের তরফে পরের প্রশ্ন, তা হলে গোটা প্রতিরক্ষা মন্ত্রকের হয়েই তিনি এই আশ্বাস দিচ্ছেন? আবারও হাসলেন প্রিন্সটনের এই প্রাক্তন কুস্তিগির। বললেন, “আপনারা এ বার নিশ্চয়ই ঠাট্টা করছেন!”

এই আপাত-তুচ্ছ কথোপকথনটির মাধ্যমে তাঁর সুবৃহৎ গ্রন্থ শুরু করেছেন দ্য ওয়াশিংটন পোস্ট-এর ডাকাবুকো যুদ্ধ-সংবাদদাতা ক্রেগ হুইটলক। কেন এই ঘটনাটিকে মুখবন্ধের মতো সামনে নিয়ে এলেন তিনি? কারণ, এই ছোট্ট ঘটনাটির আড়ালে লুকিয়ে রয়েছে এক দীর্ঘ মিথ্যার অবয়ব। ভিয়েতনামের মতোই আফগানিস্তান যুদ্ধেও আমেরিকা তার দেশবাসী তথা গোটা বিশ্বকে দশকের পর দশক ধরে যে মিথ্যার পাঁচন গিলিয়ে এসেছে, এই গ্রন্থে অজস্র গোপন জবানবন্দি, নথি ও তথ্যের বাতি জ্বেলে তার উপর আলো ফেলেছেন সাংবাদিক হুইটলক। আর তাই তিনি বলেন, “এই বইটি আফগানিস্তানে আমেরিকার যুদ্ধাভিযানের পুঙ্খানুপুঙ্খ খতিয়ান নয়। সামরিক পরাক্রমের ইতিহাসও নয়। বরং এই বইটিতে বলা হয়েছে কোথায় গলদ ছিল, যে কারণে পর পর তিন জন প্রেসিডেন্ট এবং তাঁদের প্রশাসন সত্যিটা বলে উঠতে পারেননি।”

দি আফগানিস্তান পেপার্স-এর প্রতিটি ইট গাঁথা হয়েছে এক হাজারেরও বেশি সেনার গোপন জবানবন্দির কয়েক হাজার পাতার নথি-নির্যাস থেকে, যে সেনা সরাসরি যুদ্ধে জড়িত ছিল। যারা জানত, সরকারি ভাবে দেশের মানুষকে যা জানানো হচ্ছে তা অনেকটাই মিথ্যা, তাতে আমেরিকার জাতীয় আবেগের ঠুলি পরানো। এই অসম্পাদিত বিপুল নথি সংগ্রহ করতে বহু পথ হাঁটতে হয়েছে হুইটলককে।

২০১৬ সালের গ্রীষ্মে হুইটলক খবর পেলেন যে, পেন্টাগনের কাবুল সংক্রান্ত প্রায় তামাদি হয়ে যাওয়া একটি সংস্থা ‘সিগার’ (অফিস অব দ্য স্পেশাল ইনস্পেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন)-কে আবার জাগিয়ে তোলা হয়েছে। তারা বিধ্বস্ত, হতাশ, সর্বস্ব খোয়ানো আফগানিস্তান-ফেরত সেনাদের সাক্ষাৎকার নিচ্ছে, খুব গোপনে। এ-ও জানা গেল, গোটা প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘লেসন্স লার্নড’। উদ্দেশ্য, আফগানিস্তান যুদ্ধে আমেরিকার নীতির ব্যর্থতাগুলিকে চিহ্নিত করা, যাতে তার পুনরাবৃত্তি না ঘটে। অর্থাৎ দেখা যাচ্ছে, চোখে ঠুলি বাঁধা যুদ্ধ-যুদ্ধ খেলা পনেরো বছর চালিয়ে যাওয়ার পর কিছুটা হলেও টনক নড়েছে ওয়াশিংটনের। তা-ও পুরোপুরি ভাবে তো নয়ই। দেখা যাচ্ছে, সেপ্টেম্বরে আমেরিকা ‘লেসন্স লার্নড’ রিপোর্ট আকারে প্রকাশ করে ঠিকই, কিন্তু তা ছিল দেখনাই। সেখানে গোপন করা হয় সরকারবিরোধী যাবতীয় সমালোচনা ও ভাষ্য। ছাড়ার পাত্র ছিলেন না হুইটলক। তথ্যের অধিকার সংক্রান্তে আইনের আওতায় তিনি আদালতে মামলা দায়ের করেন। সঙ্গে আর্জি জানান, ‘লেসন্স লার্নড’-এর যাবতীয় অডিয়ো ও ভিডিয়ো টেপ, ট্রান্সক্রিপ্ট প্রকাশ্যে আনতে হবে। মানুষের অধিকার রয়েছে এই যুদ্ধ পরিচালনা নিয়ে সেনাদের সমালোচনা শোনার, করদাতাদের বিপুল অর্থ এই যুদ্ধের সঙ্গে যে হেতু সরাসরি যুক্ত।

যথারীতি সিগার তথা আমেরিকার সরকার গড়িমসি শুরু করে। দ্য ওয়াশিংটন পোস্ট-এর পক্ষ থেকে পর পর দু’টি ফেডারাল ল-সুট করা হয় ওই নথি প্রকাশের জন্য। তিন বছর চলে আইনি যুদ্ধ। তার পর দু’হাজার পৃষ্ঠার কিছু বেশি নথি প্রকাশ করে সিগার, যেখানে যুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত সেনার সাক্ষাৎকার রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বেশির ভাগ প্রবীণ সামরিক অফিসার সরাসরি বলছেন, যুদ্ধের নামে যা ঘটে চলেছে তা দেশের পক্ষে এক বিপুল বিপর্যয়। পেন্টাগন, বিদেশ সচিবালয় এবং হোয়াইট হাউস থেকে নিয়মিত যে আশাব্যঞ্জক মদগর্বী বিবৃতি দেওয়া হচ্ছে, তা ডাহা মিথ্যা।

এই বইয়ে মিথ্যার ভাঁজ পরতে পরতে খুলেছেন হুইটলক। ২০০১ থেকে ২০২১ পর্যন্ত কুড়ি বছর ধরে চলা পৌনে আট লক্ষ আমেরিকান সেনার এই দীর্ঘ যুদ্ধে একুশ হাজার সেনা ফিরেছেন মারাত্মক জখম হয়ে, প্রাণ হারিয়েছেন ২,৩০০ জন। সরকার এই যুদ্ধের পিছনে খরচ করেছে এক লক্ষ কোটি ডলার। যুদ্ধের সময়কে এই বইটিতে ছ’টি পর্বে ভেঙেছেন লেখক— প্রত্যেকটি পর্বের নামকরণ যেন এক-একটি দরজার মতো, যা আমেরিকার প্রোপাগান্ডার সুড়ঙ্গ খুলতে খুলতে এগিয়েছে। প্রথম পর্ব একদম গোড়ার, অর্থাৎ ২০০১-০২। নাম দেওয়া হয়েছে, ‘বিজয়ের এক মিথ্যা খতিয়ান’। দুই, ২০০৩-০৫, যে পর্বের নাম ‘এক নিদারুণ বিভ্রান্তি’। ২০০৬-০৮’এর পর্বের নাম ‘তালিবানের ফিরে আসা’। ২০০৯-১০, ‘ওবামার অতিরিক্ত সংযোগের চেষ্টা’। ২০১১-১৬, ‘যখন সব ভেঙে পড়ল’। শেষ, অর্থাৎ ২০১৭-২১’এর নাম ‘অচলাবস্থা’।

এই বইটি অলঙ্কারহীন, প্রাঞ্জল। একের পর এক প্রেসিডেন্ট এবং তাঁদের প্রশাসনের ফাঁকফোকরগুলি তিনি এতটাই সহজ ভাবে বলেছেন (উল্লেখ্য, সাংবাদিক হিসাবে তাঁর প্রতিটি যুক্তি, প্রতিযুক্তি, জখম হাতে বারুদের গন্ধ লেগে থাকা সেনাদের অমূল্য অভিজ্ঞতা-নিঃসৃত), যে পড়তে পড়তে পাঠকের ধন্দ লাগবে। এতই সরল এই ভুলের পর ভুল, যা আমরা যুদ্ধক্ষেত্রের আলোকবর্ষ দূরে বসেও বুঝতে পারছি, আর বছরের পর বছর তা টের পেলেন না বুশ-ওবামা-ট্রাম্প’রা! তা-ও কি সম্ভব?

যেমন, গোড়াতেই এক অনিবার্য গলদের কথা বলছেন লেখক। “আমেরিকা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঠিকই, কিন্তু কার সঙ্গে যে লড়তে হবে, তার কোনও স্পষ্ট ধারণা তাদের ছিল না। এই মৌলিক ভ্রম কখনওই সংশোধন করে নিতে পারেনি তারা।” এই বক্তব্যের সমর্থনে নব্বইয়ের গোড়ার সিআইএ ডিরেক্টর রবার্ট গেটস-এর একটি বক্তব্য উদ্ধৃত করেছেন হুইটলক— “এটা বাস্তব যে, ৯/১১ যখন ঘটে তখনও পর্যন্ত আমাদের কোনও ধারণাই ছিল না যে আল-কায়দা কী ও কেন!” আল-কায়দা এবং তালিবানকে এক বন্ধনীতে রেখে মেশিন গান ছোটানো ছিল এমনই অজ্ঞানতাপ্রসূত পদক্ষেপ, যার দাম দিতে হয়েছে আমেরিকার সেনাদের। আল-কায়দা যে প্রাথমিক ভাবে আরবের জঙ্গি শাখা এবং তালিবান দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানের স্থানীয় পাশতুন জনজাতি— এই হাই স্কুলশোভন বোধটুকুও সে দিন আমেরিকার প্রশাসনের ছিল না। সুদান থেকে তাড়া খেয়ে ওসামা বিন লাদেন আফগানিস্তানে বাসা বেঁধেছিলেন। পরবর্তী কালে তালিবান তাকে সুরক্ষা দেয়, বিনিময়ে অনেক কিছু আদায় করে নেয়। কিন্তু প্রাথমিক ভাবে ৯/১১’র আক্রমণের সঙ্গে তালিবানের সম্পর্ক ছিল না। ২০০২-এর পর বেশির ভাগ আল-কায়দা জঙ্গি নেতা আফগানিস্তান ছেড়ে চলে যায় পাকিস্তান এবং ইরানে। আমেরিকার বন্দুক কামানের সামনে পড়ে থাকে তালিবান এবং অঞ্চলের অন্যান্য জঙ্গিগোষ্ঠী। আর এই প্রসঙ্গেই ‘লেসন্স লার্নড’-এ প্রশ্ন তোলেন আমেরিকার সেনাকর্তা জেফ্রি এগার্স— “আমরা আক্রান্ত হলাম আল-কায়দার দ্বারা। কিন্তু ধীরে ধীরে শত্রু বানিয়ে ফেললাম তালিবানকে। এই প্রশ্নের জবাব কে দেবে?”

এ রকম বহু অনিবার্য প্রশ্নের সামনে আগ্রহী পাঠককে দাঁড় করিয়ে দেবে দি আফগানিস্তান পেপার্স, যা এই যুদ্ধের এক গোপন ইতিহাসও বটে।

আরও পড়ুন
Advertisement