চিত্রকলা ও ভাস্কর্য ২

মুখের আয়নায় মনের গভীরতা

সাধন সেনগুপ্ত প্রতিকৃতি শিল্পী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। এই শিল্পী স্বাভাবিকতাবাদী আঙ্গিককে প্রাধান্য দিয়েই তাঁর রচনাধর্মী ছবিও করে থাকেন। সম্প্রতি গ্যালারি গোল্ডে অনুষ্ঠিত হল তাঁর আঁকা ছবি নিয়ে একক প্রদর্শনী।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০০:০১

সাধন সেনগুপ্ত প্রতিকৃতি শিল্পী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। এই শিল্পী স্বাভাবিকতাবাদী আঙ্গিককে প্রাধান্য দিয়েই তাঁর রচনাধর্মী ছবিও করে থাকেন। সম্প্রতি গ্যালারি গোল্ডে অনুষ্ঠিত হল তাঁর আঁকা ছবি নিয়ে একক প্রদর্শনী। প্রতিকৃতি-ভিত্তিক ছবি যেমন ছিল, তেমনি ছিল রচনাধর্মী ছবিও। প্রেক্ষাপটে এবং মুখের অভিব্যক্তিতেও আলো-আঁধারির দ্বৈত তাঁর অনেক ছবিতেই মননের গভীরতা এনেছে।

Advertisement

প্রদর্শনী

চলছে

বিড়লা অ্যাকাডেমি: • ওপেন ক্যানভাস কাল শেষ।

অ্যাকাডেমি: • অপূর্ব মজুমদার ১৫ জুন পর্যন্ত।

দ্যুতি, পারভিন, মণিকা ১৫ জুন পর্যন্ত।

সপ্তরং ১৫ জুন পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement