পুস্তক পরিচয় ৩

কবির মননে শিল্পীর কথা

গেলাম, দেখলাম, আর সেই দেখা একজীবনে শেষ হল না।’ যামিনী রায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে লিখেছিলেন নরেশ গুহ। উভয়ের মধ্যে ছাব্বিশ বছরের অবিচ্ছিন্ন যোগসূত্রের বিপুল তথ্যভাণ্ডার এ পর্যন্ত আংশিক প্রকাশিত হলেও গ্রন্থবদ্ধ হয়নি।

Advertisement
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৬ ০০:০০

গেলাম, দেখলাম, আর সেই দেখা একজীবনে শেষ হল না।’ যামিনী রায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে লিখেছিলেন নরেশ গুহ। উভয়ের মধ্যে ছাব্বিশ বছরের অবিচ্ছিন্ন যোগসূত্রের বিপুল তথ্যভাণ্ডার এ পর্যন্ত আংশিক প্রকাশিত হলেও গ্রন্থবদ্ধ হয়নি। যামিনী রায়কে নিয়ে নরেশ গুহর দুটি রচনা, নরেশ গুহকে লেখা যামিনী রায়ের অনেকগুলি চিঠি, নরেশ গুহর স্ত্রী অর্চনা গুহকে লেখা চিঠি, সূচনায় অর্চনা গুহর ‘যামিনী রায়ের স্মৃতি’, শেষে নরেশ গুহর ডায়েরি থেকে প্রাসঙ্গিক অংশ— সব মিলিয়ে যামিনী রায়/ এক আধুনিক চিত্রকর (নরেশ গুহ, সম্পাদনা ও টীকা প্রভাতকুমার দাস। লালমাটি, ২০০.০০) সযত্নে তুলে এনেছে এক বিদগ্ধ কবির মননে এক চিত্রশিল্পীর কথা, শিল্পজীবন কী ভাবে তাঁর যাপনে ওতপ্রোত হয়ে উঠেছিল, সেই কথা। শিল্পীর মনের ভিতর ধারাবাহিক যে সংক্ষোভ চলতে থাকে, আছে সে কথাও। চিঠিগুলির সঙ্গে টীকা যোগ করেছেন সম্পাদক।

Advertisement
আরও পড়ুন
Advertisement