চিত্রকলা ও ভাস্কর্য ২

নষ্ট হয়েও পরিমার্জিত রূপ

শিল্পী উদ্ধৃতি দাস নষ্ট ছবির পুনরুদ্ধারে নিবিষ্ট ভাবে কাজ করছেন বহু দিন। তাঁর পুনরুদ্ধার করা চিত্রকূট গ্যালারির অজস্র ছবি নিয়ে প্রদর্শনী হল ওই গ্যালারিতেই। প্রত্ন-বঙ্গীয় ঘরানা, কোম্পানি স্কুল, বামাপদ বন্দ্যোপাধ্যায়, হেমেন মজুমদার, অতুল বসু, যামিনী রায় প্রমুখ শিল্পীর ছবি ছিল সেখানে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০

শিল্পী উদ্ধৃতি দাস নষ্ট ছবির পুনরুদ্ধারে নিবিষ্ট ভাবে কাজ করছেন বহু দিন। তাঁর পুনরুদ্ধার করা চিত্রকূট গ্যালারির অজস্র ছবি নিয়ে প্রদর্শনী হল ওই গ্যালারিতেই। প্রত্ন-বঙ্গীয় ঘরানা, কোম্পানি স্কুল, বামাপদ বন্দ্যোপাধ্যায়, হেমেন মজুমদার, অতুল বসু, যামিনী রায় প্রমুখ শিল্পীর ছবি ছিল সেখানে। ছবিটির আগের নষ্ট হয়ে যাওয়া অবস্থার পাশে এখনকার পরিমার্জিত রূপটিও দেখানো হয়েছে আলোকচিত্রের সাহায্যে।

প্রদর্শনী চলছে

Advertisement

সিমা: • অ্যাওয়ার্ডস শো ৪ মার্চ পর্যন্ত।

গ্যালারি ৮৮: • জ্যোতি ভাট ২৫ পর্যন্ত।

এ এম স্টুডিও: • সুহাস রায়, অতীন বসাক, শ্রীকান্ত পাল ৪ মার্চ পর্যন্ত।

ইলোরা আর্টস: • মহুয়া রায়, অর্কশিখা প্রমুখ ২১ থেকে ২৩ পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement