ছোটদের ভাল লাগবে

চটজলদিরই জগৎ এখন, সে কথা কি বুঝেছিলেন অবনীন্দ্রনাথও? তাই কি তাঁর চটজলদি কবিতা ভরে থাকে চটজলদি নানা কথায়? কখনও ‘চটজলদী খাওয়ালে না?’/— ‘দেখ এতটা তাড়াহুড়ো ভালো লাগে না।/ চটজলদী বল্লেই আসে না।’

Advertisement
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০

চটজলদিরই জগৎ এখন, সে কথা কি বুঝেছিলেন অবনীন্দ্রনাথও? তাই কি তাঁর চটজলদি কবিতা ভরে থাকে চটজলদি নানা কথায়? কখনও ‘চটজলদী খাওয়ালে না?’/— ‘দেখ এতটা তাড়াহুড়ো ভালো লাগে না।/ চটজলদী বল্লেই আসে না।’ কখনও বা মিস্তিরি নামের ছাগলকে ধরতে দৌড়য় মহাবীর— গা-ভর্তি বালি কাঁকর কেন? ‘— না ঐ মিস্তিরিটাকে দৌড়ে ধর্ত্তি চটজলদী।’ শুধু মজায় মজানো, আনন্দের হুল্লোড়-ভরা হাসির তরঙ্গভঙ্গ অবনীন্দ্রনাথের পক্ষেই সম্ভব। এই হাসিতে যোগ দিতে চাইলে পড়তে হবে চটজলদী কবিতা (সিগনেট। ১৫০.০০)।

দেবাশিস বন্দ্যোপাধ্যায় রচিত ভগবানের আপন বেশ (আনন্দ। ১৫০.০০) উপন্যাসে ইতিহাস আর রহস্য হাত ধরাধরি করে চলেছে। কিশোর কাহিনি সিরিজের এই বইটিতে কেরলের প্রাচীন ইতিহাস অত্যন্ত সুখপাঠ্য ভাবে রহস্যের মোড়কে জড়িয়ে তুলে ধরা হয়েছে।

Advertisement

বন্ধ ঘরের আওয়াজ, রাজধানী এক্সপ্রেসের হত্যারহস্য, জোনাকি ভূতের বাড়ি-র মতো পাঁচটি উপন্যাসের পাশাপাশি সমরেশ বসুর গোগোল সমগ্র ১-এ (সম্পা: সমুদ্র বসু, আনন্দ। ৪০০.০০) সংকলিত গোগোলের ছোট গল্পও।

সমর পাল নিজের সম্পর্কে বলেন, ‘আমি ছোটদের ভালবাসি, তাদের জন্য লিখতে ভালবাসি, আমার লেখা তাদের ভাল লাগলেই আমি খুশি।’ তাঁর মৎস্যকন্যার দেশে (ছোটদের কচিপাতা। ১০০.০০) বইয়ে মৎস্যকন্যা ক্লাস ওয়ানের বাচ্চা বুবুনকে বলে, ‘মাছ আবার মানুষ খায় নাকি? মানুষেরাই মাছ খেয়ে থাকে।’ বাচ্চাদের অবশ্যই ভাল লাগবে।

প্রদর্শনী চলছে

সিমা: •

অ্যাওয়ার্ডস শো কাল থেকে ৪ মার্চ পর্যন্ত।

গ্যাঞ্জেস: •

যোগেন চৌধুরী ১০ পর্যন্ত।

গ্যালারি গোল্ড: •

রাজ ও সুদর্শন ১০ থেকে ১২ পর্যন্ত।

আই উইদিন ক্লাব: •

রাজীব দেয়াশি ১৬ পর্যন্ত।

গ্যালারি ৮৮: •
জ্যোতি ভাট ২৫ পর্যন্ত।

আইসিসিআর: •

অনিন্দিতা বসু ৮ পর্যন্ত।

অনিবার্য কারণে আজ ‘চিত্রকলা ও ভাস্কর্য’ প্রকাশিত হল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement