নতুন করে প্রকাশ

পূর্ববঙ্গের প্রান্তীয় চট্টগ্রাম-নোয়াখালি অঞ্চলে সংগৃহীত পুথির ভিত্তিতে আবদুল করিম ও মুহম্মদ এনামুল হক প্রণীত আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য (১৬০০-১৭০০ খ্রিঃ) বইটি প্রণবকুমার সাহা ও সৈয়দ মোহাম্মদ শাহেদের সুসম্পাদনায় (সোপান। ১৬০.০০) পুনঃপ্রকাশিত হল।

Advertisement
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০

পূর্ববঙ্গের প্রান্তীয় চট্টগ্রাম-নোয়াখালি অঞ্চলে সংগৃহীত পুথির ভিত্তিতে আবদুল করিম ও মুহম্মদ এনামুল হক প্রণীত আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য (১৬০০-১৭০০ খ্রিঃ) বইটি প্রণবকুমার সাহা ও সৈয়দ মোহাম্মদ শাহেদের সুসম্পাদনায় (সোপান। ১৬০.০০) পুনঃপ্রকাশিত হল।

ছেচল্লিশের দাঙ্গায় গভীর ভাবে আলোড়িত হন সিটি কলেজের তরুণ অধ্যাপক দিলীপকুমার বিশ্বাস, লিখে ফেলেন ভারতবর্ষীয় সভ্যতা ও সাম্প্রদায়িক সমস্যা বইটি। প্রায় সত্তর বছর পর ‘সারা দেশ জুড়ে যখন এক অস্থিরতা’, তখন অশোক চট্টোপাধ্যায়ের সম্পাদনায় এটির (ছোঁয়া। ১৬০.০০) নতুন করে প্রকাশ অত্যন্ত প্রয়োজনীয়।

Advertisement

১৩৩৭ বঙ্গাব্দে বসন্তকুমার চট্টোপাধ্যায় রচিত ভ্রমণকাহিনি-তে তক্ষশিলা, লাহৌর ভ্রমণ, লাহৌর থেকে ডালহৌসির পথের বর্ণনা, যা আজ আর দেখা সম্ভব নয়, অত্যন্ত মনোগ্রাহী। পাতাউর জামানের গ্রন্থনা ও সম্পাদনায় (ছোঁয়া। ২৫০.০০) সুদৃশ্য গ্রন্থটি পুনঃপ্রকাশিত হল।

১৯৩৯ সালে শিবেন্দ্রনারায়ণ শাস্ত্রী চার খণ্ডে ‘বাঙলার পারিবারিক ইতিহাস’ রচনা করেছিলেন। দুষ্প্রাপ্য এই বইটির (কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার কিছু প্রাচীন পরিবারের ইতিহাস সংবলিত চতুর্থ খণ্ড) প্রিয়াঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদনায় (সাগ্নিক বুকস, ২৫০.০০) প্রকাশিত হয়েছে।

বর্তমান ভারতের সামাজিক পরিস্থিতিতে রাজনারায়ণ বসুর সে কাল আর এ কাল-এর (প্রথম প্রকাশ ১৮৭৪) পুনঃপ্রকাশ (লোকসেবা শিবির, পরি: মনফকিরা। ১০০.০০) সবিশেষ গুরুত্বপূর্ণ।

রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর ২২টি প্রবন্ধের সংকলন জিজ্ঞাসা নামে ১৩১০ নাগাদ প্রকাশিত হয়। অনবদ্য সংকলনটি অত্যন্ত যত্নে পুনঃপ্রকাশ করেছে ছোঁয়া প্রকাশনী (৩০০.০০)।

শিল্পরসিক মহলে সুপরিচিত ব্যক্তিত্ব অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়। সুব্রত চ্যাটার্জির সম্পাদনায় রূপশিল্প ও ভারতের ভাস্কর্য (সাগ্নিক বুকস, ১৮০.০০) নামে অর্ধেন্দুকুমারের বইটির পুনঃপ্রকাশ শিল্পপ্রেমীদের কাছে নিশ্চয়ই আনন্দের।

বরিশালের বিপ্লবী যুগান্তর দলের সদস্য সতীশ সেনের জীবনের পঁচিশ বছরেরও বেশি কেটেছিল রংপুর, পাবনা, বরিশাল ইত্যাদি জেলে। এহেন বিপ্লবীর জেল ডায়েরি (সাগ্নিক বুকস। ১৫০.০০) আশিস সরকারের সম্পাদনায় পুনঃপ্রকাশিত হয়েছে। ‘বঙ্গীয় শব্দকোষ’ প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হরিচরণ গ্রন্থটির দ্বিতীয় পরিমার্জিত ও সংযোজিত মুদ্রণ (কোরক। ১৩৫.০০) প্রকাশিত হয়েছে তাপস ভৌমিকের সম্পাদনায়।

প্রায় অর্ধশতাব্দী আগে প্রকাশিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের যমপট ও পটুয়া নতুন চেহারায় নিয়ে এল খোয়াবনামা (১৫০.০০)। দুর্লভ এই বইটি বাংলার পটশিল্পের ইতিহাসের অন্যতম আকরগ্রন্থ।

অমিত্রসূদন ভট্টাচার্য সম্পাদনা করেছেন রবীন্দ্রনাথের মালতীপুঁথি (সিগনেট প্রেস। ২৫০.০০)। মালতীপুঁথিতে কবির সাহিত্য সৃষ্টির উন্মেষপর্বের বহু মূল্যবান রচনা বা রচনার খসড়া, কবিতা ইত্যাদি লিপিবদ্ধ রয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা থেকে বেরলো দান্তে অলিগিয়েরির নরক (৪০০.০০)। ভূমিকা লিখেছেন সুকান্ত চৌধুরী। দান্তের বিখ্যাত মহাকাব্যের এই প্রথম পর্ব ইতালীয় ভাষা থেকে অনুবাদ করেছেন আল্পনা ঘোষ। আগেও এই মহাকাব্য বাংলায় অনূদিত হয়েছে, কিন্তু উপন্যাসের মতো গদ্য ও জরুরি টীকা এই বইয়ের অনন্য সম্পদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement