পুস্তক পরিচয় ৩

কত সুর কত গান

বাঙালির প্রিয় গায়িকাই শুধু নন আশা ভোঁসলে, তাঁকে নিয়ে কৌতূহলও কম নয়। সে দিক থেকে রাজু ভরতনের নতুন বইটি, আশা ভোসলে/ আ মিউজিকাল বায়োগ্রাফি (হে হাউস। ৫৯৯.০০) রীতিমতো প্রয়োজনীয়, সঙ্গীতপ্রিয় শ্রোতা থেকে গবেষক, সকলের কাছেই।

Advertisement
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০

বাঙালির প্রিয় গায়িকাই শুধু নন আশা ভোঁসলে, তাঁকে নিয়ে কৌতূহলও কম নয়। সে দিক থেকে রাজু ভরতনের নতুন বইটি, আশা ভোসলে/ আ মিউজিকাল বায়োগ্রাফি (হে হাউস। ৫৯৯.০০) রীতিমতো প্রয়োজনীয়, সঙ্গীতপ্রিয় শ্রোতা থেকে গবেষক, সকলের কাছেই। ভারতীয় হিন্দি ছবির সঙ্গীতের দীর্ঘ কালের বিশারদ রাজু তাঁর লেখার ভিতর দিয়ে আশার গানের জীবনটাকেই আবিষ্কার করেছেন নানান পরিসরে। গ্ল্যামার-গসিপে মোড়া তারকার জীবন থেকে টেনে বের করে এনে চিনিয়ে দিয়েছেন সেই শিল্পীকে, যিনি ব্যক্তিগত নির্জনের গান থেকে ইন্দ্রিয়াসক্ত সমবেতর গান— সবই গেয়েছেন ছয় দশক ধরে, যাঁর প্রাপ্তির ঝুলিতে পদ্মবিভূষণ বা দাদাসাহেব ফালকে কিছুই বাদ পড়েনি। ও পি নায়ার থেকে শচীন দেব হয়ে রাহুল দেব বর্মন, এই তিন প্রতিভাবান সুরকারের সংস্পর্শে কী ভাবে নতুন নতুন মোড় এসেছে আশার গানে, বহুবিধ তথ্য আর স্মৃতি-অভিজ্ঞতার টুকরো টুকরো গল্পে পেশ করেছেন লেখক। অবশ্যই তাতে বাদ পড়েননি আশার প্রবল প্রতিদ্বন্দ্বী ও ভগিনী লতা মঙ্গেশকরও। পড়তে পড়তে কত সুর, কত গান মনে পড়ে যাবে পাঠকের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement