চিত্রকলা ও ভাস্কর্য ২

নিসর্গে ধরা দেয় মুগ্ধতার আভাস

জি সি লাহা গ্যালারিতে অনুষ্ঠিত হল শুভেন্দু পালিতের একক প্রদর্শনী। কিছু কালি-কলমের ড্রয়িং রয়েছে, প্রতিকৃতিমূলক। বিখ্যাত মানুষদের কিছু মুখাবয়ব চিত্রও রয়েছে। অ্যাক্রিলিকে আঁকা নিসর্গগুলিতে প্রকৃতির প্রতি মুগ্ধতার আভাস থাকে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ০০:০০

জি সি লাহা গ্যালারিতে অনুষ্ঠিত হল শুভেন্দু পালিতের একক প্রদর্শনী। কিছু কালি-কলমের ড্রয়িং রয়েছে, প্রতিকৃতিমূলক। বিখ্যাত মানুষদের কিছু মুখাবয়ব চিত্রও রয়েছে। অ্যাক্রিলিকে আঁকা নিসর্গগুলিতে প্রকৃতির প্রতি মুগ্ধতার আভাস থাকে। কিছু ছবিতে মানবী সম্পর্কিত ভাবনার নানা দিক উদ্ভাসিত হয়েছে। ব্যতিক্রমী ছবিতে এক যুবকের বুকের ভিতর একটি ছুরি আমূল বিঁধিয়ে দেওয়া হয়েছে। ছবিটি হয়ে ওঠে সাম্প্রতিক সন্ত্রাসের প্রতীক।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: সুমিত্র বসাক, শ্রেয়সী চট্টোপাধ্যায় প্রমুখ ১৬ এপ্রিল পর্যন্ত।

অ্যাকাডেমি: অসীম বসু, চন্দ্রশেখর আচার্য প্রমুখ ২২ পর্যন্ত।বার্ষিক প্রদর্শনী ২২ পর্যন্ত।ক্যানভাস আর্টিস্ট সার্কেল ২৪ থেকে ৩১ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement