Swiggy-Zomato Stock

মগডাল থেকে মাটিতে! ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা থেকে ৪৬ শতাংশ কমল জ়োম্যাটো-সুইগির স্টক

অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জ়োম্যাটো এবং সুইগির শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চ জায়গা থেকে ৪৬ শতাংশ কমায় লগ্নিকারীদের পড়েছে মাথায় হাত। তবে এখনও এই দুই স্টককে ‘বাই’ বা কেনার শ্রেণিতে রেখেছেন বিশ্লেষকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৭:৩৩
Swiggy-Zomato

—প্রতীকী ছবি।

অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জ়োম্যাটো এবং সুইগির শেয়ারে মহাপতন। ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা থেকে ৪৬ শতাংশ নেমে গিয়েছে স্টকের দর। দ্রুত গতিতে সূচক নিম্নমুখী হওয়ায় ১৬ হাজার কোটি টাকা বাজারি মূলধন হারিয়েছে এই দুই সংস্থা। তবে এখনও এই দুই সংস্থার শেয়ারকে ‘বাই’ বা কেনার শ্রেণিতে রেখেছেন আর্থিক বিশ্লেষকেরা।

Advertisement

বুধবার, ২৬ মার্চ, দিনশেষে ২০৪ টাকায় নেমে যায় জ়োম্যাটোর শেয়ার। এতে ২.৫৫ শতাংশের পতন দেখা গিয়েছে। অন্য দিকে সুইগির স্টকের দর কমেছে ৩.৮৭ শতাংশ। বর্তমানে ৩২৪ টাকায় ঘোরাফেরা করছে এই সংস্থার শেয়ার। এ বছরের ১ জানুয়ারি সুইগি এবং জ়োম্যাটোর স্টকের দর ছিল যথাক্রমে ৫৪২ টাকা ও ২৭৬ টাকা।

এ বছর শেয়ার বাজারে পা রাখতে চলেছে জেপ্টো। কিছু দিনের মধ্যেই ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ বা আইপিও আনবে এই ই-কমার্স সংস্থা। ব্রোকারেজ ফার্মগুলির দাবি, এতে সম্প্রসারিত হবে প্রতিযোগিতার বাজার। তারই প্রভাব জ়োম্যাটো এবং সুইগির শেয়ারের সূচকে দেখা যাচ্ছে। এর জন্য দু’টি সংস্থারই লাভের অঙ্ক কমতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতি এড়াতে খাবারের দামবৃদ্ধির রাস্তায় হাঁটতে পারে জ়োম্যাটো এবং সুইগি।

বিশ্লেষকদের অনুমান, চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) নিরিখে আগামী অর্থবর্ষে (পড়ুন ২০২৫-’২৬) ই-কমার্স ব্যবসার গ্রাফের বৃদ্ধি কিছুটা শ্লথ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার পরও জ়োম্যাটো এবং সুইগির স্টকের দর যথাক্রমে ৩১০ এবং ৭৪০ টাকা পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Advertisement
আরও পড়ুন