ব্যবসায়ী মহলের আশা, নতুন আর্থিক বছর শুরু হলে চাহিদা কিছুটা বাড়তে পারে। —প্রতীকী চিত্র।
কর ছাড়াই ৯০,০০০ টাকা পেরিয়ে গেল সোনার দাম। শুক্রবারের থেকে ৪০০ টাকা বেড়ে নতুন মাইলফলকে পৌঁছল হলুদ ধাতু। শনিবার কলকাতায় খুচরো পাকা সোনার (১০ গ্রাম, ২৪ ক্যারাট) দাম ছিল ৯০,১৫০ টাকা। জিএসটি নিয়ে ৯২,৮৫৪.৫০ টাকা। একই ভাবে গয়না সোনাও পৌঁছেছে (১০ গ্রাম, ২২ ক্যারাট) ৮৫,৭০০ টাকায়। কর ধরলে দাম ৮৮,২৭১ টাকা। তবে এ দিন রুপোর দাম কিছুটা কমেছে।
সোনা-রুপোর দাম এতটা চড়ে গয়নার বাজারে মন্দা। স্বর্ণশিল্প মহলের একাংশের অবশ্য বক্তব্য, সাধারণত প্রতিবারই অর্থবর্ষের শেষের দিকে গয়নার কাটতি কম থাকে। কারণ, এই সময়ে অনেককেই কর-সহ নানা খাতে টাকা মেটাতে হয়। আগামিকাল, সোমবার (৩১ মার্চ) শেষ হচ্ছে চলতি অর্থবর্ষ। ব্যবসায়ী মহলের আশা, নতুন আর্থিক বছর শুরু হলে চাহিদা কিছুটা বাড়তে পারে। তা ছাড়া, এর পর পয়লা বৈশাখে হালখাতা এবং ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়াতেও গয়নার কেনাকাটা বাড়বে।