শেয়ার বাজারে পতন। প্রতিনিধিত্বমূলক ছবি।
সপ্তাহের দ্বিতীয় দিনে আবার ধাক্কা খেল শেয়ার বাজার। শুক্রবারের তুলনায় ৩১৬.৩০ পয়েন্ট পড়ে ৬৫,৫১২.১০ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে ১০৯.৫৫ পয়েন্ট নেমে ১৯,৫২৮.৭৫ পয়েন্টে থামল নিফটি। মঙ্গলবার সকাল থেকেই পতনের মুখে পড়ে শেয়ার বাজারের সূচক, চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি।
সেক্টরগুলির তালিকায় মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভ করেছে ক্যাপিটাল গুড্স, কনজ়িউমার ডুরেবল্স, স্মলক্যাপ ২৫০। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই তালিকায় রয়েছে সরকারি ব্যাঙ্ক, মিডিয়া, স্মলক্যাপ ২৫০। অন্য দিকে, বিএসইতে এ দিন ক্ষতির মুখে পড়েছে অয়েল অ্যান্ড গ্যাস, অটো, এনার্জি। এনএসইতে ক্ষতির তালিকায় রয়েছে অটো, ফার্মা, ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং। বিএসইতে শীর্ষে থাকা ক্যাপিটাল গুড্স সেক্টরের লাভের পরিমাণ ১.০১ শতাংশ।
সংস্থাগুলির তালিকায় মঙ্গলবার সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে বজাজ ফিন্যান্স, এলটি, টাইটান, বজাজ ফিনসার্ভ, স্টেট ব্যাঙ্ক। নিফটিতে এই তালিকায় রয়েছে ইচার বজাজ ফিন্যান্স, এলটি, টাইটান, বজাজ ফিনসার্ভ। সেনসেক্সে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মারুতি সুজ়ুকি, ক্ষতির পরিমাণ ২.৪৬ শতাংশ। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির তালিকায় ওএনজিসির পরে রয়েছে এনটিপিসি, টাটা মোটরস, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্ক।