Share market news

বিএসইতে ছ’দিনে উবে গেল ১৭ লাখ কোটি, শুধু বৃহস্পতিবারেই তিন লাখ কোটি হারালেন বিনিয়োগকারীরা

বৃহস্পতিবার নিয়ে টানা ছ’দিন লালের ঘরে শেষ করল শেয়ার বাজার। পতন যত বাড়ছে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ততই বাড়ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৭:৪৮
Share market

টানা ক্ষতির মুখে পড়ছে শেয়ার বাজার। ফাইল ছবি।

ইজ়রায়েল-হামাস সংঘাতের ফলে টানা ক্ষতির মুখে পড়ছে শেয়ার বাজার। বৃহস্পতিবার নিয়ে টানা ছ’দিন লালের ঘরে শেষ করল শেয়ার বাজার। পতন যত বাড়ছে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ততই বাড়ছে।

Advertisement

হিসাব অনুযায়ী, ১৭ অক্টোবর শেষ লাভের মুখ দেখেছিল শেয়ার বাজার, সে দিন ৬৬৪২৮.০৯ পয়েন্টে শেষ করেছিল শেয়ার বাজারের সূচক। তার পর টানা ছ’দিন পরে বৃহস্পতিবারে ৬৩,১৪৮.১৫ পয়েন্টে নেমেছে সেনসেক্স অর্থাৎ প্রায় ৫ শতাংশ।

টাকার অঙ্কে হিসাব করলে বৃহস্পতিবারেই বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসইতে) তিন লক্ষ কোটি টাকা খোয়া গিয়েছে বিনিয়োগকারীদের। ১৭ অক্টোবর, যে দিন শেষ লাভের মুখ দেখেছিল সেনসেক্স, সেদিন বিএসইতে মূলধন ছিল ৩২৩.৮ লক্ষ কোটি টাকা। সোমবার ৮২৫ পয়েন্টের পতনের পরে সেই অঙ্ক দাঁড়ায় ৩১৬.৫২ লক্ষ কোটি কোটিতে, বুধবার ৫২২ পয়েন্টের পতনের পর বিএসইর মূলধন হয় ৩০৯.২২ লক্ষ কোটি। বৃহস্পতিবার পর্যন্ত শেষ ছ’দিন বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে মুছে গিয়েছে ১৭ লক্ষ কোটি টাকার বেশি। চলতি বছরের ২৭ জুনের পর আবার ৬৩ হাজারের ঘরে নামল শেয়ার বাজার, এই পতন কোথায় গিয়ে থামে সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement