—প্রতীকী ছবি।
দু’বছরে দ্বিগুণ হবে পোর্টফোলিও? কোটিপতি হতে পারবেন শেয়ার বা মিউচুয়াল ফান্ডের লগ্নিকারী? বিনিয়োগকারীদের একাংশ প্রায়ই এই প্রশ্ন করে থাকেন। আর্থিক বিশ্লেষকদের দাবি, কোটিপতি হওয়ার ক্ষেত্রে দু’বছর যথেষ্ট সময় নয়। এর জন্য আরও বেশি দিন অপেক্ষা করতে হতে পারে। কারণ, শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে লাভের বিষয়টি বাজারের ফলাফলের উপর নির্ভরশীল। সেনসেক্স এবং নিফটির সূচক লাগাতার ঊর্ধ্বমুখী না হলে এই দুই জায়গা থেকে বিপুল রোজগার সম্ভব নয়।
তবে লগ্নিকারী নিজের সম্পদ বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ করতে পারেন। কোটিপতি হওয়ার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা। তাঁদের কথায়, দীর্ঘমেয়াদি বিনিয়োগে চক্রবৃদ্ধি হারে বাড়ে সুদ। আর তাই পাঁচ বা ১০ বছরের মেয়াদে নিয়মিত লগ্নি করলে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে।
কোটিপতি হওয়ার লক্ষ্যে এক ধরনের বিনিয়োগ করা কখনই উচিত নয়। লগ্নিকারীদের পোর্টফোলিওতে বৈচিত্র্য রাখার পরামর্শ দিয়েছেন আর্থিক বিশেষজ্ঞেরা। পাশাপাশি বাজারের উপর কড়া নজর রাখতে বলেছেন তাঁরা। এতে কখন কোন ধরনের শেয়ার লেনদেন লাভের অঙ্ক বাড়বে, তা বোঝা যাবে। কমবে ঝুঁকির পরিমাণ।
এ ছাড়া পোর্টফোলিওর অস্থিরতা কমাতে তাতে ২০ থেকে ৩০ শতাংশ ঋণ উপকরণ অন্তর্ভুক্ত করতে বলেছেন বিশ্লেষকেরা। এর মধ্যে থাকতে পারে ঋণ তহবিল এবং সরকারি বন্ড। এ ক্ষেত্রে লগ্নিকারী হাইব্রিড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই ধরনের তহবিলে একত্রিত অবস্থায় থাকে শেয়ার এবং ঋণ। পোর্টফোলিওর ঝুঁকি কমাতে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপিতে লগ্নিরও পরামর্শ দিয়েছেন তাঁরা।