সরকারের নয়া সিদ্ধান্তের ফলে ভি-এর মোট ঋণ কমল ১৮%। —প্রতীকী চিত্র।
ভোডাফোন আইডিয়ার (ভি) বকেয়া ৩৬,৯৫০ কোটি টাকা ঋণকে অংশীদারিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে বেসরকারি টেলিকম সংস্থাটিতে সরকারের অংশীদারি ২২.৬% থেকে বেড়ে দাঁড়াবে ৪৮.৯৯%। আর্থিক উপদেষ্টা সংস্থা সিটি-র বক্তব্য, এই সিদ্ধান্ত টেলিকম ক্ষেত্রকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আগামী তিন বছরে ভি-এর নগদ পুঁজির সমস্যা অনেকটাই মিটবে। যে ঋণ সংস্থার ঘাড়ে আছে তা-ও ধীরে ধীরে শোধ করা সম্ভব হবে। সারা দেশে ৫জি পরিষেবা দ্রুত ছড়িয়ে দিতেও সুবিধা হবে তাদের। তবে বিরোধীদের বক্তব্য, বাজারে ভি-এর শেয়ারের দাম এখন ৬.৮ টাকা। তা ১০ টাকায় কেনা হল কেন?
২০২১ সালে টেলিকম সংস্কার প্যাকেজের আওতায় স্পেকট্রাম ব্যবহার খাতে ভি-এর বকেয়ার একটা বড় অংশ অংশীদারিতে বদলে দেয় সরকার। এ বার ফের তা বাড়ানোর সিদ্ধান্ত। যদিও সংস্থার নিয়ন্ত্রণ রয়েছে প্রোমোটার আদিত্য বিড়লা গোষ্ঠীর হাতে। বিরোধী দলগুলির বক্তব্য, সরকার ব্যবসা করার জন্য এই শেয়ার কিনছে না। অথচ খরচ করছে বাজার দরের চেয়ে অনেক বেশি। এই পুঁজি আসলে আমজনতার করের টাকা। ফলে এই সিদ্ধান্তের যৌক্তিকতা কতটা?
যদিও ভি তাদের রবিবারের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের প্রতিটি শেয়ারের মূল দাম (ফেসভ্যালু) এখন ১০ টাকা। সেই হিসাবে ৩৬৯৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এটাই দস্তুর। আর সিটি-র মতে, সরকারের এই সিদ্ধান্তের ফলে ভি-এর মোট ঋণ কমল ১৮%। এই পদক্ষেপ টেলিকম ক্ষেত্রকেও সুরাহা দেবে।