এন চন্দ্রশেখরন। ছবি: সংগৃহীত।
ভারতকে সম্পূর্ণ ভাবে সমৃদ্ধ দেশ হয়ে উঠতে গেলে অসাম্যের সমাধানে জোর দিতে হবে বলে মন্তব্য করলেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। আজ এক অনুষ্ঠানে তাঁর বক্তব্য, বিশ্বের অনিশ্চিত পরিস্থিতিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার জন্য ভারত পুরোপুরি তৈরি। কিছু শর্ত ভারতের পক্ষেও কাজ করছে। কিন্তু তাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে গেলে গুরুত্ব দিতে হবে অসাম্য দূরীকরণে। এর জন্য যুব সম্প্রদায়ের কাছে প্রশিক্ষণ এবং কৌশল শিক্ষা পৌঁছে দিতে হবে।
আগামী কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে বলে দাবি করছে কেন্দ্র। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, অর্থনীতির কলেবর বাড়লেও সমস্যা যে সম্পদের বণ্টনে, সেই সমস্যার কথাই উঠে এসেছে টাটা কর্তার কথায়।
চন্দ্রশেখরন বলেন, ‘‘ভারতকে সমৃদ্ধশালী হতে গেলে আমাদের অসাম্যের সমাধান করতে হবে। অসাম্য বলতে আমি সব অর্থে অসাম্যের কথাই বলছি। যেমন, দক্ষিণের রাজ্যগুলিতে মাথাপিছু আয় পূর্ব এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির চার গুণ। এই অসাম্যকে ঠিক করতে হবে।’’ টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তার পরামর্শ, ‘‘সবচেয়ে বেশি জোর দিতে হবে স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষায়। স্বাস্থ্য মানে শুধু হাসপাতাল নয়। এই ক্ষেত্রের উন্নতিতে যথেষ্ট সংখ্যায় চিকিৎসক এবং শিক্ষকেরও প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠিতে আন্তর্জাতিক মানের চেয়ে আমরা অনেক পিছিয়ে রয়েছি। চিকিৎসকদের দুই-তৃতীয়াংশ শহরে থাকেন। অথচ দেশবাসীর দুই-তৃতীয়াংশ বসবাস করেন গ্রামে।’’