কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্যে প্রকাশ, জুনে শিল্পের লগ্নি প্রস্তাবও কমেছে। — প্রতীকী চিত্র।
গত এপ্রিল-জুনে প্রত্যক্ষ বিদেশি লগ্নি কমেছিল রাজ্যে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্যে প্রকাশ, জুনে শিল্পের লগ্নি প্রস্তাবও কমেছে। ঠেকেছে মাত্র ২টিতে। যার মোট অঙ্ক ৯৬ কোটি টাকা। এর মধ্যে একটি হাওড়ায় বিভিন্ন ধরনের আলো তৈরির কারখানা। অন্যটি হল, দক্ষিণ ২৪ পরগনায় একটি খুচরো ওষুধ বিপণির লগ্নি।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-এর প্রথম ছ’মাসের মধ্যে জুনেই পশ্চিমবঙ্গে সব থেকে কম টাকা লগ্নির প্রস্তাব এসেছে। জানুয়ারি-মে পর্যন্ত সেই অঙ্ক ছিল যথাক্রমে ১৬,২৫১ কোটি, ২২৬৯ কোটি, ৫৭০ কোটি, ১৯৩ কোটি এবং ১৫১৪ কোটি টাকা। যদিও সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, প্রস্তাব কোনও মাসে বেশি আসবে, কোনওটিতে কম। সেটাই দস্তুর। এর থেকে বিনিয়োগ আসার পুরো ছবিটা স্পষ্ট হয় না। তার জন্য গোটা বছরের সম্মিলিত প্রস্তাবে চোখ রাখতে হবে।
রাজ্যের শিল্প দফতরের এক কর্তার কথায়, চলতি বছরে এ পর্যন্ত প্রায় ২১,০০০ কোটি টাকার প্রস্তাব এসেছে। যা সাম্প্রতিক কালে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১১-তে এর চেয়ে বেশি লগ্নি এসেছিল। ফলে ২০২৪ সামগ্রিক ভাবে রাজ্যের জন্য ইতিবাচক।