ঋণ বাড়ানোর লক্ষ্যে খুচরো ঋণে বেশি জোর দেওয়া হচ্ছে। —প্রতীকী চিত্র।
আমানত সংগ্রহ বাড়ানো এখন প্রতিটি ব্যাঙ্কের কাছেই সব থেকে বড় চ্যালেঞ্জ। তাই গ্রাহকদের সঙ্গে সম্পর্ক মজবুত করায় জোর দিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। তাদের চিফ জেনারেল ম্যানেজার সুজয় মল্লিক জানান, আমানত সংগ্রহের লক্ষ্যে নানা অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা করেছেন তাঁরা।
সুজয়ের দাবি, শেয়ার, মিউচুয়াল ফান্ড-সহ বিনিয়োগের অনেক পথ এখন চিনে গিয়েছেন সাধারণ মানুষ। সেখানে ঝুঁকি থাকলেও, ব্যাঙ্কের থেকে বেশি আয় করার সম্ভাবনাও রয়েছে। ফলে স্থায়ী আমানত, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের জমা কমছে। যেগুলির মাধ্যমে প্রতিটি ব্যাঙ্ক আমানত তোলে। তাই ইন্ডিয়ান ব্যাঙ্ক গ্রাহকদের সঙ্গে নানা ভাবে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা করেছে। ব্যাঙ্কে টাকা রাখার নিরাপত্তার ব্যাপারে তাঁদের বোঝানোর পাশাপাশি এই সঞ্চয়ের সুবিধাগুলিও তুলে ধরা হচ্ছে। এই উদ্দেশ্যে তাঁরা দেশ জুড়ে বিভিন্ন স্থানে গ্রাহকদের সঙ্গে নিয়ে নানা অনুষ্ঠান করছেন। সুজয় জানান, ঋণ বাড়ানোর লক্ষ্যে খুচরো ঋণে বেশি জোর দিচ্ছেন তাঁরা।