Gold Price

ট্রাম্প জেতার পর থেকেই কমছে দর, ১০ দিনে ৬০০০ টাকা সস্তা হল সোনা!

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই কমছে সোনার দাম। সাত দিনে হলুদ ধাতুর দর কমেছে ৬,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৬:১৬
Gold price fall nearly Rs 6000 in 7 days since Donald Trump elected US President

—প্রতীকী ছবি।

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই যেন লেগেছে শনির দশা! ভারতের বাজারে কমেই চলেছে সোনার দাম। ১০ দিনে হলুদ ধাতুর দর কমেছে ৬,০০০ টাকা। বিয়ের মরসুমের মুখে সোনা সস্তা হওয়ায় বেজায় খুশি চার হাত এক হতে চলা যুগলের পরিবারের সদস্যরা।

Advertisement

ট্রাম্পের জয়ের পর মাল্টি কমডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) ভারতীয় গোল্ড ফিচার্সে ৬.৫ শতাংশের পতন দেখা গিয়েছে। চলতি বছরের ৫ নভেম্বর সর্বোচ্চ সীমায় উঠেছিল স্পট গোল্ড। ওই সময়ে এর দর ছিল আউন্স প্রতি ২,৭৫০.০১ ডলার। সেখান থেকে ২০০ ডলার কমেছে এর দাম।

গত ১৪ নভেম্বর, বৃহস্পতিবার স্পট গোল্ড ২,৫৩৬.৯০ ডলার/আউন্সে নেমে আসে। ঠিক তার পরের দিন হলুদ ধাতুর লেনদেনে ০.১ শতাংশের বৃদ্ধি দেখা গিয়েছে। ওই দিন ২,৫৬৭ ডলারে প্রতি আউন্স দরে বিক্রি হয়েছে সোনা।

বিশেষজ্ঞদের দাবি, প্রেসিডেন্ট ভোটে ট্রাম্প জেতার পর থেকেই ডলার শক্তিশালী হতে শুরু করে। বর্তমানে গত এক বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মুদ্রা। সোনার সঙ্গে ডলারের সম্পর্ক বিপরীত মুখী হওয়ায় এর দর কমছে বলে জানিয়েছেন তাঁরা।

বিশ্ব বাজারে সোনার দামের ওঠা নামার উপরেই ভারতের বাজারে হলুদ ধাতুর দর নির্ভর করে। গত ১০ দিনে এতে শুধু পতন লক্ষ্য করা গিয়েছে। এ বছরের ৫ নভেম্বর এমসিএক্সে সোনা বিক্রি হয়েছে ৭৯ হাজার ১৮১ টাকা/১০ গ্রাম দরে। গত বৃহস্পতিবার (পড়ুন ১৪ নভেম্বর) যা নেমে ৭৩ হাজার ৯৯৫ টাকায় চলে এসেছে। চলতি মাসে দাম ৭০ হাজার টাকায় নামবে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের অনুমান, আগামী দিনে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের (ফেডারেল রিজার্ভ) সিদ্ধান্তের উপর সোনার দামের ওঠা-পড়া নির্ভর করবে। এই আর্থিক প্রতিষ্ঠান যদি ঋণের ক্ষেত্রে সুদের হার কমিয়ে দেয়, তা হলে ফের দামি হবে হলুদ ধাতু। কিন্তু মুদ্রাস্ফীতির চাপে ফেড রিজার্ভের সুদের হার কমানোর ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দেখা গেলে সোনার দরে অস্থিরতা থাকবে।

আরও পড়ুন
Advertisement