Share Market

তিন দিনেই হাতছাড়া ৪২৮৫ কোটি

দেশে বিভিন্ন সংস্থার শেয়ারের চড়া দর এবং তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার আর্থিক ফলে দিকে তাকিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে বাজার সূত্রের খবর।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ০৮:০৪
গত বুধবার থেকে শুক্রবার বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি বিক্রি করেছে মোট ৪২৮৫ কোটি টাকার শেয়ার।

গত বুধবার থেকে শুক্রবার বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি বিক্রি করেছে মোট ৪২৮৫ কোটি টাকার শেয়ার। —প্রতীকী চিত্র।

নতুন বছর শুরুতেও ভারতের বাজার থেকে পুঁজি তোলা অব্যাহত রেখেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। তথ্য বলছেন, গত বুধবার থেকে শুক্রবার (১-৩ জানুয়ারি) তারা বিক্রি করেছে মোট ৪২৮৫ কোটি টাকার শেয়ার। দেশে বিভিন্ন সংস্থার শেয়ারের চড়া দর এবং তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার আর্থিক ফলে দিকে তাকিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে বাজার সূত্রের খবর। গত মাসে এই সব সংস্থা কিনেছিল ১৫,৪৪৬ কোটি টাকার শেয়ার। পুরো ২০২৪ সালে ঢেলেছে ৪২৭ কোটি।

Advertisement

জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর লগ্নি সংক্রান্ত কর্তা ভি কে বিজয়কুমারের মতো বিশেষজ্ঞদের মতে, ডলারের সাপেক্ষে টাকার দামে পতন, আমেরিকার সুদের হার কমানোর গতি ঢিমে হওয়ার ইঙ্গিত ও সে দেশে বন্ডের প্রকৃত আয় (ইল্ড) বৃদ্ধির জের পড়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির সিদ্ধান্তে। তা ছাড়া ভারতে শেয়ারের চড়া দরের জেরেও লগ্নি থেকে হাত গুটিয়ে রেখেছে তারা। বরং তাদের চোখ নতুন ইসুর দিকে। কারণ সেখানে শেয়ারের দর তুলনায় কম।

তার উপরে তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফল বেরোনোর আগে সতর্ক সংস্থাগুলি। নজর রয়েছে আমেরিকায় নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য তথা অর্থনীতি নিয়ে কী সিদ্ধান্ত নেন, সে দিকেও। এই সব কিছুর উপরেই আগামী দিনে বিদেশি লগ্নিকারীদের শেয়ার কেনা-বেচা নির্ভর করবে বলে মত মর্নিংস্টার ইনভেস্টমেন্ট রিসার্চ ইন্ডিয়ার কর্তা হিমাংশু শ্রীবাস্তবের।


Advertisement
আরও পড়ুন