FADA Survey

বিক্রিতে ভাটা, ছোট গাড়ি তৈরিতে কোপ

মঙ্গলবার গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের রিপোর্টে জানানো হয়েছে, চাহিদা কম থাকায় ওই ধরনের গাড়ির উৎপাদনও কমেছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৭:৩৬
গত বছর চার চাকার ব্যক্তিগত গাড়ির বিক্রি যে ঝিমিয়ে ছিল, তা স্পষ্ট হয়েছে বিক্রেতাদের সংগঠন ফাডা-র তথ্যে।

গত বছর চার চাকার ব্যক্তিগত গাড়ির বিক্রি যে ঝিমিয়ে ছিল, তা স্পষ্ট হয়েছে বিক্রেতাদের সংগঠন ফাডা-র তথ্যে। —প্রতীকী চিত্র।

শোরুম থেকে গত বছর চার চাকার ব্যক্তিগত গাড়ির বিক্রি যে ঝিমিয়ে ছিল, তা স্পষ্ট হয়েছে বিক্রেতাদের সংগঠন ফাডা-র তথ্যে। মঙ্গলবার গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের রিপোর্টে জানানো হয়েছে, চাহিদা কম থাকায় ওই ধরনের গাড়ির উৎপাদনও কমেছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, রোজগার থমকে থাকা এবং মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের হাতে বাড়তি টাকা না থাকাই এর কারণ। তবে বেড়েছে চার চাকার বড় গাড়ির (ইউটিলিটি ভেহিক্যাল) উৎপাদন।

Advertisement

সিয়ামের পরিসংখ্যানে দেখানো হয়েছে, ২০২৪ সালে ব্যক্তিগত ছোট গাড়ির উৎপাদন ১২.৬% কমে হয়েছে ১৭.৭৮ লক্ষ। তবে ইউটিলিটি ভেহিক্যালের উৎপাদন ১৭.৫% বেড়ে ৩০.৫৯ লক্ষে পৌঁছেছে। সব রকম চার চাকা মিলিয়ে উৎপাদন বেড়েছে ৪.৩%। শুধু ডিসেম্বরে অবশ্য বড় গাড়ির তুলনায় ছোট গাড়ি বিপণিতে গিয়েছে বেশি। সিয়ামের সভাপতি শৈলেশ চন্দ্র বলেন, ‘‘আলোচ্য বছরে দু’চাকার গাড়ি বিক্রি বৃদ্ধির হার সবচেয়ে বেশি। তবে এ বছরে সংস্থাগুলি নতুন মডেল আনলে পরিস্থিতি বদলাতে পারে।’’

Advertisement
আরও পড়ুন