Foreign Direct Investment

১২ বছরে সবচেয়ে কম! মোদী সরকারের চিন্তা বাড়িয়ে কমল প্রত্যক্ষ বিদেশি লগ্নি

সরকারি পরিসংখ্যান বলছে, এপ্রিল-অক্টোবরে দেশে নিট মাত্র ১৪৫০ কোটি ডলার এফডিআই এসেছে। ২০১২-১৩ সালের পরে সবচেয়ে কম।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ০৭:২২

বাজেটের আগে মোদী সরকারের উদ্বেগ বাড়ল। চলতি অর্থবর্ষের প্রথম সাত মাসে নিট বিদেশি প্রত্যক্ষ লগ্নি (এফডিআই) নামল ১২ বছরের তলানিতে। আজ কংগ্রেস একে মোদী সরকারের প্রতি ‘কর্পোরেট জগতের অনাস্থা’ বলে তকমা দিয়েছে। হাল শোধরাতে বাজেটে বৈদ্যুতিন যন্ত্রাংশের জন্য ২৫,০০০ কোটি টাকার উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প (পিএলআই) ঘোষণার পরিকল্পনা করছে কেন্দ্র।

Advertisement

সরকারি পরিসংখ্যান বলছে, এপ্রিল-অক্টোবরে দেশে নিট মাত্র ১৪৫০ কোটি ডলার এফডিআই এসেছে। ২০১২-১৩ সালের পরে সবচেয়ে কম। মোট বিদেশি লগ্নির পরিমাণ অবশ্য এপ্রিল-অক্টোবরে ছিল ৪৮৬০ কোটি ডলার। কিন্তু এই সময়ে ৩৪০০ কোটি ডলার বিদেশি লগ্নি বেরিয়ে গিয়েছে।

কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, ‘‘এমনিতেই বাজারে কেনাকানা কমে গিয়েছে বলে লগ্নি আসছে না। আয়কর ও কেন্দ্রীয় সংস্থাগুলি শিল্পমহলকে ভয় দেখিয়ে রেখেছে। মাত্র ৪-৫টি শিল্প গোষ্ঠী মোদী জমানায় ব্যবসা করতে পারবে বলে ধারণা তৈরি হয়েছে। এখন নতুন করে প্রমাণ হল, বেসরকারি শিল্পমহল দেশে আর লগ্নি করতে চাইছে না।’’

বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, লগ্নিতে উৎসাহ দিতে বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে ২৫,০০০ কোটি টাকার পিএলআই ঘোষণা হতে পারে বাজেটে। অর্থ মন্ত্রক ইতিমধ্যেই বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। এ বার সেই প্রস্তাব মন্ত্রিসভায় যাবে। তার পরে তা বাজেটে ঘোষণা হবে। উৎসাহ দেওয়া হবে প্রিন্টেড সার্কিট বোর্ড, ব্যাটারি, ডিসপ্লে-র মতো যন্ত্রাংশ তৈরিতে। কেন্দ্রের আশা, ৪০-৫০ হাজার কোটি টাকার নতুন লগ্নি আসতে পারে।

Advertisement
আরও পড়ুন