—ফাইল ছবি।
সেমিকনডাক্টর ও কৃত্রিম মেধা (এআই) ক্ষেত্রে লগ্নির সম্ভাবনা খতিয়ে দেখতে এই প্রথম রাজ্যে আসছে ব্রিটিশ প্রতিনিধিদল। সোম ও মঙ্গলবার তারা রাজ্যে থাকবে। ব্রিটেনের ১৭টি প্রথম সারির সেমিকনডাক্টর এবং এআই সংস্থার প্রতিনিধিরা এই দলে থাকছেন। সোমবার রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন তাঁরা। সূত্রের খবর, প্রতিনিধি দলটিকে বেঙ্গল সিলিকন ভ্যালি ঘুরিয়ে দেখানো হবে। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, এই প্রতিনিধিদলের হাত ধরে ভারত ও ব্রিটেনের মধ্যে লগ্নির পথ আরও সুগম হতে পারে।
কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং বলেন, ‘‘প্রতিনিধিদলকে স্বাগত জানাচ্ছি। এই প্রথম এ রকম একটি দল ভারতে আসছে। আশা করছি এই সফর সব পক্ষের জন্যই ইতিবাচক হবে। ভারত-ব্রিটেনের যৌথ বাণিজ্যিক সম্পর্ককে আরও উন্নত করবে। বিশেষত পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এর মাধ্যমে উপকৃত হবে।’’ রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পাশাপাশি, আরও বেশ কয়েকটি বৈঠক করতে পারে প্রতিনিধিদলটি।