Bitcoin Stock Market

ট্রাম্প জিততেই ভাগ্য বদল, রেকর্ড উচ্চতায় আমেরিকার শেয়ার বাজার, বিটকয়েনে উল্কা-গতি

প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রভাব পড়ল আমেরিকার শেয়ার বাজারে। লাফিয়ে বাড়ল বিটকয়েনের দামও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:১৭
Bitcoin and US Stock Market surge after Donald Trump win in Presidential Election

—প্রতীকী ছবি।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হতেই রকেট গতিতে ছুটল আমেরিকার শেয়ার বাজারে। বুধবার, ৬ নভেম্বর ডাও জোনস বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৩৯০ পয়েন্ট। যা প্রায় ২ শতাংশ। ২০২২ সালের পর এই প্রথম এতোটা চড়ল স্টকের সূচক। একই ভাবে এস অ্যান্ড পি ৫০০ ও ন্যাসড্যাক বেড়েছে যথাক্রমে দুই ও ১.৮ শতাংশ। ছোট পুঁজির সংস্থাগুলির শেয়ারের দরও হু হু করে বৃদ্ধি পেয়েছে। চার শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে রাসেল ২০০০-এ।

Advertisement

বিশেষজ্ঞদের দাবি, ট্রাম্পের আর্থিক নীতিতে লাভের স্বপ্ন দেখতে শুরু করেছে আমেরিকার অধিকাংশ সংস্থা। যা লগ্নিকারীদের শেয়ারে টাকা ঢালাতে উৎসাহিত করেছে। ফলে স্টকের সূচক লাফিয়ে বেড়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে বুধবার, সর্বাধিক লাভবান হয়েছেন ধনকুবের এলন মাস্কের ব্যাটারি চালিত গাড়ি নির্মাণকারী সংস্থা ‘টেসলা’-র স্টকের বিনিয়োগকারীরা। যার দাম ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ বারের প্রেসিডেন্ট নির্বাচনে খোলাখুলি ভাবে ট্রাম্পকে সমর্থন জানান মাস্ক। দু’জনের মধ্যে ব্যক্তিগত স্তরে বন্ধুত্বও রয়েছে। যা মাস্কের একাধিক ব্যবসায়িক স্বার্থ সুরক্ষিত করতে পারে। আর তাই টেসলার শেয়ারের দর চড়েছে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে আমেরিকার ব্যাঙ্কগুলির মধ্যে স্টক ঊর্ধ্বমুখী হয়েছে জিপি মর্গ্যান, ব্যাঙ্ক অফ আমেরিকা এবং ওয়েল ফার্জোর। এই আর্থিক প্রতিষ্ঠানগুলির শেয়ারে ছ’শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।

বুধবার বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় ৪৪ হাজারে দাঁড়িয়ে রয়েছে ডাও জোনস। অন্য দিকে ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল ন্যাসড্যাক। শেয়ার বাজারের পাশাপাশি দর চড়েছে বিট কয়েনেরও। ক্রিপ্টোকারেন্সির প্রবল সমর্থক ট্রাম্পের জমানায় এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, ৭ নভেম্বর ভারতীয় মুদ্রায় একটি বিটকয়েনের দাম দাঁড়িয়েছে ৬৩.৩৭ লক্ষ টাকা। বুধবার যা ৭৫ হাজার ডলারে পৌঁছেছিল।

রাজনীতিতে আসার আগে মিডিয়া জগতের সঙ্গে জড়িয়ে ছিলেন ট্রাম্প। তিনি জেতায় ওই ধরনের সংস্থাগুলির শেয়ারের দাম ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শক্তিশালী হয়েছে ডলার। এ বছরের জুলাই মাসের পর ফের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে ডলার। ট্রাম্প জমানায় আমেরিকার মুদ্রাস্ফীতির হার ৪.৪৩ শতাংশ থাকবে বলে মনে করা হচ্ছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আরও পড়ুন
Advertisement