— প্রতীকী চিত্র।
ভারতের শেয়ার বাজার থেকে ক্রমাগত টাকা তুলে নিচ্ছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। চলতি মাসে যার অঙ্ক ছাড়িয়েছে ২৬,৫০০ কোটি টাকা। চড়া বাজারে অব্যাহত সূচকের সংশোধন। তবে এর কোনও কিছুই দমাতে পারছে না নতুন ইসুকে (আইপিও)। ডিসেম্বরেই বাজার থেকে পুঁজি তোলার জন্য আসতে চলেছে ১০টি সংস্থা। সব মিলিয়ে প্রথমবার অথবা পরবর্তী দফায় শেয়ার ছেড়ে তারা তুলতে চায় ২০,০০০ কোটি। যাদের মধ্যে রয়েছে বিশাল মেগামার্ট, ব্ল্যাকস্টোনের শাখা ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট (ইন্ডিয়া) ইত্যাদি।
চলতি বছরে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি নিট ১৯,৯৪০ কোটি টাকা তুলে নিয়েছে। তবে পরিসংখ্যান জানাচ্ছে, বিদেশি সংস্থাগুলি শেয়ার বেচলেও, তার গতি কিছুটা কমেছে গত কয়েক দিনে। আগামী দিনে তারা শেয়ার বিক্রি অব্যাহত রাখে নাকি ফের এ দেশের বাজারে ফেরে, তা নির্ভর করবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালের শুরুতে আমেরিকায় কী কী সিদ্ধান্ত নেওয়া হয় তার উপরে। নজর থাকবে মূল্যবৃদ্ধি, সুদ ইত্যাদির দিকে।
এ দিকে বিশেষজ্ঞদের মতে, সামগ্রিক ভাবে ২০২৪ সাল আইপিও-র জন্য ভাল গিয়েছে। ইতিমধ্যেই বাজারে এসেছে প্রায় ৭৫টি ইসু। তুলেছে প্রায় ১.৩ লক্ষ কোটি টাকা। তবে লোকসভা নির্বাচনে বিজেপি-র সংখ্যাগরিষ্ঠতা হারানো-সহ নানা কারণে গত কয়েক মাসে তা কিছুটা ঝিমিয়ে ছিল। এ বার মহারাষ্ট্রে বিধানসভা ভোট এবং উত্তরপ্রদেশে লোকসভার উপনির্বাচনের ফলে বাজারে গতি আসতে পারে। তবে তাঁদের সতর্কবার্তা, আগামী দিনে বাজার কেমন থাকে এবং সংস্থাগুলির আর্থিক অবস্থা বুঝেই সংস্থাগুলিতে টাকা ঢালার সিদ্ধান্ত নিতে হবে।