Mamata Banerjee song

ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর নতুন উপহার, নিজের লেখা গানে সুর দিয়ে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভাইফোঁটায় রাজ্যের মানুষদের বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ করলেন নিজের লেখা ও নিজের সুরে তৈরি একটি গানের ভিডিয়ো।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৫:৩০
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ভাইফোঁটা। কিন্তু ভাইফোঁটার আগেই রাজ্যের মানুষদের বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ করলেন নিজের লেখা ও নিজের সুরে তৈরি একটি গানের ভিডিয়ো। ভাইফোঁটার এই সুন্দর দিনে ভাই-বোনেদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানানোর এটি তাঁর একটি বিশেষ প্রয়াস। ভিডিয়োটির মধ্যে দিয়ে তিনি শুধু ভাইফোঁটার শুভেচ্ছা বার্তাই নয়, বরং ভাই-বোনের সম্পর্কের মধুরতা, তাঁদের ঐক্যের গুরুত্ব, পারস্পরিক মেলবন্ধন এবং বাংলা সংস্কৃতির প্রতি তাঁর ভালবাসাকেও তুলে ধরলেন।

Advertisement

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মঙ্গলদ্বীপে জ্বলুক শিখা’, শীর্ষক এই গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইফোঁটার আগেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এই গানটি। আর সেই ভিডিয়োর মধ্যে লেখা রয়েছে, “বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।” এই গান এবং ভিডিয়োতে তিনি প্রতিটি পরিবারের ভাই-বোনের মঙ্গল কামনা করেছেন এবং উৎসবের আবেগঘন পরিবেশে একতার বার্তা ছড়িয়ে দিয়েছেন।

রাজনৈতিক সত্ত্বার পাশাপাশি মুখ্যমন্ত্রীর শিল্পী সত্ত্বারও প্রকাশ পেয়েছে বারংবার। ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন গানে কথা ও সুর দেওয়ায় বরাবর অনন্য ছাপ রেখে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারের কালীপুজোতেও তাঁর কথা ও সুরে নতুন শ্যামাসঙ্গীত এখনও সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডিং। রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর এই শিল্পীসত্ত্বাকে বেশ উচ্ছ্বাসের সঙ্গেই গ্রহণ করেছেন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আরও পড়ুন
Advertisement