Durgapuja in Dumdum Tarun Dal

‘সাদা নীল’ শুধুই কি রং না কি আছে কোনও ইতিহাস? জানুন দমদম পার্ক তরুণ দলে

এক সময়ে সাদা মানেই ছিল মসলিন এবং নীল মানে বোঝানো হতো নীলচাষকে। বাংলার স্বর্ণযুগে এই দুই শিল্পের জন্য বাংলা জগৎবিখ্যাত ছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ২০:০৪
দমদম তরুণ দলের প্রতিমা

দমদম তরুণ দলের প্রতিমা

সাদা ও নীল এই দুটি শুধুই রং নয়, এই রং দুটির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ইতিহাস। এই ইতিহাসকে কেন্দ্র করেই এই বছর দমদম তরুণ দলের ভাবনা ‘সাদা নীল’, শিল্পী প্রদীপ দাস।

Advertisement
মণ্ডপের ভিতরের দৃশ্য

মণ্ডপের ভিতরের দৃশ্য

কিন্তু এই ২টি রং কেন তাৎপর্য্যপূর্ণ?

এক সময়ে সাদা মানেই ছিল মসলিন এবং নীল মানে বোঝানো হতো নীলচাষকে। বাংলার স্বর্ণযুগে এই দুই শিল্পের জন্য বাংলা জগৎবিখ্যাত ছিল। কিন্তু ব্রিটিশ পরবর্তী সময়ে তাদের অত্যাচারে ধ্বংস হয়ে যায় এই দুই শিল্পই। নীল চাষ বন্ধ হয়ে যাবার সাথে সাথে মসলিনের কাপড় তৈরিও বন্ধ হয়ে যায়।

মসলিন কী ভাবে বানানো হতো তা শিল্পী ফুটিয়ে তুলেছেন মণ্ডপে

মসলিন কী ভাবে বানানো হতো তা শিল্পী ফুটিয়ে তুলেছেন মণ্ডপে

এই ইতিহাসের পাশাপাশি দমদম তরুণ দল মণ্ডপ জুড়ে তুলে ধরেছে মসলিন শিল্পের নানান খুঁটিনাটি। বাংলার সংগ্রামের সঙ্গে কী ভাবে জড়িয়ে ছিল ‘সাদা নীল’ সেই কোথায় বলছে দমদম তরুণ দল।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আরও পড়ুন
Advertisement