Laxmi puja by women

স্ত্রী আচারে খুশি হন মা লক্ষ্মী! পুরোহিত ছাড়া মহিলারাও করতে পারেন দেবীর পুজো!

যুগ যুগ ধরে বাড়িতে পুজোপাঠের আয়োজন বা আচার সাধারণত মেয়েরা সামলে আসছেন। সাধারণ মধ্যবিত্ত বাড়িতে বহু যুগ ধরেই লক্ষ্মীপুজো সম্পূর্ণ স্ত্রী আচারের পুজো হিসেবেই পরিচিত। পুরুষ পুরোহিত ছাড়াই এই পুজো হয়ে এসেছে ঘরে ঘরে। অতীতে বর্ধিষ্ণু গৃহস্থের বাড়িতেই শুধুমাত্র পুরোহিত ডেকে লক্ষ্মী পুজো হত। ইদানীং তার চল বেড়েছে ঠিকই, কিন্তু লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন স্ত্রীদের সামান্য জোগাড় ও ভক্তিতেই।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৮:১০
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

বঙ্গদেশে প্রায় শতাব্দী প্রাচীন রীতি লক্ষ্মীপুজো। শুধু কোজাগরী পূর্ণিমাই নয়, বছরভর মঙ্গলবার অথবা বৃহস্পতিবার বাঙালির ঘরে ঘরে এই পুজোর চল রয়েছে। তাই লক্ষ্মীকে গৃহের দেবী মনে করা হয়।

Advertisement

যুগ যুগ ধরে বাড়িতে পুজোপাঠের আয়োজন বা আচার সাধারণত মেয়েরা সামলে আসছেন। সাধারণ মধ্যবিত্ত বাড়িতে বহু যুগ ধরেই লক্ষ্মীপুজো সম্পূর্ণ স্ত্রী আচারের পুজো হিসেবেই পরিচিত। পুরুষ পুরোহিত ছাড়াই এই পুজো হয়ে এসেছে ঘরে ঘরে। অতীতে বর্ধিষ্ণু গৃহস্থের বাড়িতেই শুধুমাত্র পুরোহিত ডেকে লক্ষ্মী পুজো হত। ইদানীং তার চল বেড়েছে ঠিকই, কিন্তু লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন স্ত্রীদের সামান্য জোগাড় ও ভক্তিতেই।

যেমন তেমন ভাবে পুজো করলে হয় না অবশ্য। নির্দিষ্ট নিয়ম মেনে মা লক্ষ্মীর পুজো করতে হয়। অনেকেই সংস্কৃত মন্ত্র জানেন না। তাতে পুজোয় কোনও প্রভাব পড়ে না। ভক্তিভরে পুজো করলেই মা লক্ষ্মী সন্তুষ্ট। জেনে নিন নিজের বাড়িতে স্ত্রী ও মেয়েরাই কী ভাবে লক্ষ্মীপুজো করবেন:

১। মাথায় একটু গঙ্গাজল দিয়ে নারায়ণকে স্মরণ করে নিন। গঙ্গাজলের স্পর্শে দেহ ও মন শুদ্ধ হয়ে যায়।

২। এর পরে সূর্যের উদ্দেশ্যে একটু জল দিন। প্রাণশক্তির উৎস সূর্যকে প্রথমে জল দেওয়ার নিয়ম।

৩। দেবীকে উদ্দেশ্য করে সিংহাসনে একটি ছোট তামার পাত্র রাখবেন।

৪। একটু গঙ্গাজল পুজোর আসন, ফুল, নৈবেদ্য ইত্যাদির উপরে ছিটিয়ে দেবেন।

৫। মঙ্গল ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে তার উপরে একটি আম্রপল্লব রাখবেন।

৬। মা লক্ষ্মী ধ্যান মন্ত্র জপ করবেন।

৭। মা লক্ষ্মীকে আবাহন করবেন গান বা মন্ত্রের সাহায্যে।

৮। পুজোর সমস্ত দ্রব্য মা লক্ষ্মীর পায়ে অর্পণ করবেন।

৯। এর পরে পুষ্পাঞ্জলি, যা দিতে পারেন এক, তিন বা পাঁচ বার।

১০। শেষে প্রণাম করে পুজো সমাপণ করুন।

ভক্তের কাছ থেকে ভক্তি ছাড়া কিছুই চান না মা লক্ষ্মী। সেই কথা মাথায় রেখে প্রাচীনকাল থেকে গৃহস্থ বাড়ির মহিলারাই মা লক্ষ্মীর আরাধনা করে আসছেন। এ বার পুজোয় পুরোহিত নয়, বরং আপনার বাড়ির লক্ষ্মীপুজো করুন পরিবারের মহিলারাই।

এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।

আরও পড়ুন
Advertisement