Spa Tips

Durga Puja 2021: পুজোর আগে স্পা করাবেন? একদম সালোঁর মতো সাজগোজ এখন বাড়িতেই সম্ভব

স্পায়ের ইচ্ছে থাকলেও তা সম্ভব হচ্ছে না করোনাকালে? কিন্তু সামনে পুজো, তাই এটাই সেরা সময় নিজেকে সতেজ করার!

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কোভিড চলাকালীন সালোঁয় যাওয়া বড়ো দুষ্কর হয়ে উঠেছে। স্পায়ের প্রবল ইচ্ছে থাকলেও অনেক সময়ে তা সম্ভব হয়ে উঠছে না অতিমারির প্রকোপে। কিন্তু সামনে পুজো, আর বাঙালির স্পা করা হবে না, এমনও কি সম্ভব? ক্লান্তি সরিয়ে স্বস্তি আনার জন্য স্পায়ের চেয়ে ভাল উপায় খুবই কম আছে। পুজোর চেয়ে ভালো সময় আর কী-ই বা আছে নিজেকে সতেজ করার!

তাই খুব ন্যূনতম কষ্টেই পুজোর আগে বাড়িতেই পেয়ে যান পছন্দের সালোঁর অভিজ্ঞতা। বাড়িতে সহজেই পাওয়া যায় এমন কয়েকটি উপকরণেই সেটা সম্ভব।

শিট মাস্ক: অত্যন্ত সহজলভ্য ও ঝঞ্ঝাটহীন এই উপায়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

লিপ মাস্ক: যখন আপনি আপনার ত্বকের যত্ন নিচ্ছেন, তখন ঠোঁটেরও নেওয়া প্রয়োজন। সুস্থ ও তরতাজা ঠোঁট পেতে প্রয়োজন বাড়তি যত্নের।

হেয়ার মাস্ক: নিজের ইচ্ছেগুলোকে প্রশ্রয় দেওয়ার সময়ে আপনার চুলকে অবজ্ঞা করে রাখা প্রায় অসম্ভব বললেই চলে। হেয়ার মাস্ক লাগিয়ে বাষ্পের সাহায্যে আপনার শুকনো চুলকে সুন্দর করে তুলুন।

Advertisement
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এপসম সল্ট: পেশীর আরামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপকরণটি গরম জলের মধ্যে দিয়ে বাকি মাস্কগুলি লাগিয়ে পা চুবিয়ে রাখুন।

হার্বাল চা: ত্বকের বা চুলের স্বাস্থ্যের জন্যে অত্যন্ত কার্যকর এই চা আপনার স্পায়েক অভিজ্ঞটা আরও সুন্দর করে তুলবে।

সব হয়ে গেলে ধুয়ে ফেলে বাকি সময়টা বিশ্রাম নিন। পছন্দের বই পড়া বা নেটফ্লিক্সে পছন্দের সিরিজ দেখে সময় কাটাতে পারেন।

Advertisement
আরও পড়ুন