আর কিছুক্ষনের অপেক্ষা। তার পরেই ভাইয়ের কপালে পড়বে ফোঁটা। মিষ্টি এবং নানারকম খাবার সাজিয়ে পরিবেশন করা হবে ভাইয়ের সামনে।
তবে ভাইফোঁটায় কিন্তু উপহারেরও এক বিশেষ গুরুত্ব থাকে। কিন্তু ধরুন এই বছর পকেটে টান। প্রচুর টাকা খরচ করে উপহার দেওয়ার সামর্থ্য নেই, তখন কি করবেন? রইল মাত্র ৩০০ টাকার মধ্যে অসাধারণ কিছু উপহারের খোঁজ।
ভাই যদি শরীরচর্চা করতে ভালোবাসে তা হলে দিতে পারেন জিম ব্যাগ। ২০০ টাকার মধ্যে দারুণ একটা কাজের জিনিস হবে।
দিতে পারেন মানিব্যাগ। ৩০০ টাকার মধ্যে সুন্দর দেখতে মানিব্যাগ পেয়ে যাবেন। ভাইয়ের কাজেও লাগবে।
ভাই যদি তার ফোনের প্রতি একটু বেশিই যত্নশীল হয়, তা হলে কাস্টোমাইজ়ড ফোন কভার দিতে পারেন। সেখানে ভাইয়ের ছবি অথবা আপনার ভাইয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি দিয়ে তৈরি করতে পারেন এই কভারটি।
ভাইয়ের কফির নেশা রয়েছে? ছবি তুলতে ভালোবাসে? তা হলে এই ক্যামেরা লেন্সের মতন দেখতে কফি মগটির চাইতে ভালো উপহার আর কিছু হতেই পারে না।
এই ওয়েস্ট ব্যাগটিও কিন্তু পেয়ে যাবেন ৩০০ টাকার মধ্যে। ভাইয়ের স্টাইল এবং কাজ দু’টোই একসঙ্গে হবে।
অফিসের লাঞ্চের জন্য দিতে পারে ৩০০ টাকার মধ্যেই লাঞ্চবক্স।
শরীরের প্রতি সচেতন ভাইয়ের জন্য দিতে পারেন এই যোগা ম্যাটটি।
ভাই বাইক চালাতে ভালবাসে? তা হলে তার হাতের সুরক্ষার জন্য দিন হাতের গ্লাভস। দাম মোটামুটি ২৫০ টাকা থেকে ৩০০ টাকা।
শৌখিন ভাইকে ঘর সাজানোর জন্য দিতে পারেন ফটোফ্রেম।
ল্যাপটপ ব্যাগও পেয়ে যাবেন ৩০০ টাকার মধ্যেই। এটি দারুণ একটি কাজের জিনিস।
চশমা অথবা সানগ্লাস রাখার এই আকর্ষণীয় হোল্ডারটিও দিতে পারেন।
চকলেট খেতে ভালবাসে না এমন মানুষ খুব কমই আছেন, তাই চকলেট সব সময়েই দেওয়া যায়।
ভাই ঘর সাজাতে আগ্রহী থাকলে দিতে পারেন সুগন্ধি মোমবাতি।
লেখালিখি করতে ভালবাসলে ভাইকে দিতে পারেন সুন্দর ডায়েরি। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।