Liquor sale during Puja

Alcohol worth Rs 145 crore sold in West Bengal during Durga Puja dgtl

এ বছর শুধুমাত্র পুজোর সময়ে মদের ব্যবসা থেকে আয় হয়েছে প্রায় ১৪৮ কোটি টাকার!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৬:৪৪
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

কোটি কোটি টাকায় কী হয়! স্কুল, কলেজ, হাসপাতাল, আরও অনেক কিছু, যা অংশ হতে পারে কোনও রাজ্যের উন্নয়নে। কিন্তু সেই কোটি টাকার লাভ যদি আসে আমোদ-প্রমোদ থেকে! ঠিকই শুনছেন, এ বছর শুধুমাত্র পুজোর সময়ে মদের ব্যবসা থেকে আয় হয়েছে প্রায় ১৪৮ কোটি টাকার!

Advertisement

পুজো মানেই আনন্দ, আড্ডা এবং বন্ধুদের সঙ্গে জমিয়ে হুল্লোড়। যে হুল্লোড়ে মদের ভূমিকা বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি হোক বা অবাঙালি, মদ্যপান ছাড়া উৎসব-রাতের আড্ডাটা বড্ড বেমানান লাগে যেন। তারই জম্পেশ প্রভাব দেখা এ বছরের ব্যবসায়।

পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এ বছর এক লাফে ২০ শতাংশ বেড়েছে মদের ব্যবসা। ৩ থেকে ১৫ অক্টোবরের মধ্যে প্রায় ১৪৮ কোটি টাকার ব্যবসা হয়েছে। রাজ্য আবগারি দপ্তরের সূত্র অনুযায়ী, কলকাতার চারটি জায়গা– উত্তর ও দক্ষিণ কলকাতা, আলিপুর এবং বিধাননগর থেকে এই বিপুল পরিমাণ আয়। এই চারটি জায়গার মধ্যে সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে আলিপুরে, প্রায় ৪৫ কোটি টাকার।

একটি সূত্র মতে, উৎসবের মরসুম ছাড়া সারা বছরে রাজ্যে প্রতি মাসে গড়ে প্রায় ১৭০০ কোটি টাকার মদ বিক্রি হয়। তার মধ্যে শুধুমাত্র কলকাতায় বিক্রি হয় ৩০০ কোটি টাকার মদ।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আরও পড়ুন
Advertisement