Sayantani Guhathakurta fashion tips

কবে শাড়ি, কোন দিন ওয়েস্টার্ন! পুজোর চার দিন কেমন সাজবেন? টিপস্‌ দিলেন সায়ন্তনী

তিনি অভিনেত্রী, চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে পরিপাটি হয়ে থাকতে হয় সারা বছরই। তবে পুজোর এই পাঁচটা দিন নিজের মনপসন্দ সাজগোজ! ট্র্যাডিশনাল, ওয়েস্টার্ন নাকি এথনিক, এই বছর পুজোয় কী কী তালিকায় রয়েছে সায়ন্তনী গুহঠাকুরতার? আনন্দবাজার অনলাইনের সঙ্গে ভাগ করে নিলেন নিজের পুজোর লুকবুক। সেই সঙ্গে দিলেন পুজোর স্পেশাল ফ্যাশন টিপস্‌। তাঁর মেকআপের দায়িত্বে ছিলেন সুমিত দাস। হেয়ার ড্রেসার, শুভম প্রামাণিক। পোশাকের দায়িত্বে লেবেল অনিতা'জ়। গয়না পরেছেন স্টাইল অ্যাডিক্টের। ছবি তুলেছেন তমজিৎ দাস। লোকেশনের সৌজন্যে, জ়োন বাই পার্ক।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৭:১৮
০১ ০৬
আজ ষষ্ঠী! আর ষষ্ঠীর মানেই একেবারে সাদামাটা লুকই হয় অভিনেত্রীর সঙ্গী। সায়ন্তনী বলেন, “আমি ছিমছাপ থাকতেই পছন্দ করি। আমার ভাল লাগে সালোয়ার কামিজ পরতে।”  বাকিদের জন্য কী টিপস্‌ দেবেন নায়িকা? তিনি বলেন, “পুজো যেহেতু, তাই এথনিক বা ট্র্যাডিশনাল সাজই আমার ভাল লাগে। তবে যাঁরা ওয়েস্টার্ন পছন্দ করেন, তাঁদের টিপস্‌ দিচ্ছি তাঁরা এই দিনটা ইন্দো-ওয়েস্টার্ন কিছু পরতে পারেন।”

আজ ষষ্ঠী! আর ষষ্ঠীর মানেই একেবারে সাদামাটা লুকই হয় অভিনেত্রীর সঙ্গী। সায়ন্তনী বলেন, “আমি ছিমছাপ থাকতেই পছন্দ করি। আমার ভাল লাগে সালোয়ার কামিজ পরতে।” বাকিদের জন্য কী টিপস্‌ দেবেন নায়িকা? তিনি বলেন, “পুজো যেহেতু, তাই এথনিক বা ট্র্যাডিশনাল সাজই আমার ভাল লাগে। তবে যাঁরা ওয়েস্টার্ন পছন্দ করেন, তাঁদের টিপস্‌ দিচ্ছি তাঁরা এই দিনটা ইন্দো-ওয়েস্টার্ন কিছু পরতে পারেন।”

০২ ০৬
সপ্তমীতে অভিনেত্রীর প্রথম পছন্দই হল শাড়ি। তবে সাজ হবে পরিমিত। সায়ন্তনী বলেন, “সুন্দর একটা লাইট প্যাস্টেল রঙের শাড়ি আমি পরব। সঙ্গে সুন্দর একটা স্লিভলেস ব্লাউজ থাকবে।”  “যেহেতু এখনও গরম আবহাওয়াটা রয়েছেই, তাই হালকা কিছু কানের দুল পরব। সেই সঙ্গে হাতে কিছু একটা পরতে পারি। কিন্তু গলাটা খালিই রাখব।”  সপ্তমীর সাজের ক্ষেত্রে অভিনেত্রীর টিপস্‌, এ দিন কিছু কটন বা হ্যান্ডলুম শাড়ি পরা যেতে পারে। তবে শাড়ি খুব রঙিন যদি হয়, তা হলে তার সঙ্গে মানানসই মেকআপ আর গয়না পারফেক্ট!

সপ্তমীতে অভিনেত্রীর প্রথম পছন্দই হল শাড়ি। তবে সাজ হবে পরিমিত। সায়ন্তনী বলেন, “সুন্দর একটা লাইট প্যাস্টেল রঙের শাড়ি আমি পরব। সঙ্গে সুন্দর একটা স্লিভলেস ব্লাউজ থাকবে।” “যেহেতু এখনও গরম আবহাওয়াটা রয়েছেই, তাই হালকা কিছু কানের দুল পরব। সেই সঙ্গে হাতে কিছু একটা পরতে পারি। কিন্তু গলাটা খালিই রাখব।” সপ্তমীর সাজের ক্ষেত্রে অভিনেত্রীর টিপস্‌, এ দিন কিছু কটন বা হ্যান্ডলুম শাড়ি পরা যেতে পারে। তবে শাড়ি খুব রঙিন যদি হয়, তা হলে তার সঙ্গে মানানসই মেকআপ আর গয়না পারফেক্ট!

০৩ ০৬
অষ্টমীর দিন বাঙালি শাড়ি পরবে না, এমনটা হতেই পারে না! ব্যতিক্রমী নন সায়ন্তনীও। তিনি জানান, তাঁর নিজের বাড়িতেই হয় দুর্গাপুজো। কাজেই অষ্টমীর সকাল মানেই অভিনেত্রীর প্রথম পছন্দ সাদা কিংবা লাল শাড়ি অথবা সাদা এবং লালের মিশেলে যে কোনও শাড়ি।   বাকিদের ক্ষেত্রেও কি একই টিপস্‌? সায়ন্তনী বলেন, “যাদের বাড়িতে পুজো হচ্ছে, তাদের জন্যে তো বটেই। এ ছাড়াও বাকি সকলকেই আমি বলব, অষ্টমীর সকালটা তাঁত কিংবা ঢাকাইয়ের সঙ্গে শুরু করতে।”  সকালের সাজ পরিমিত হলেও অষ্টমীর বিকেলটা কিন্তু জমকালো হতেই হবে! অভিনেত্রী বলেন, “এদিন বিকেলে লাল কিংবা গোলাপি বা অন্য যে কোনও রঙের শাড়ি পরা যেতে পারে। তবে সেটা আড়ম্বরপূর্ণ হলে খুব ভাল হয়। সঙ্গে একটু ভারী গয়না হলেই বা ক্ষতি কী!”

অষ্টমীর দিন বাঙালি শাড়ি পরবে না, এমনটা হতেই পারে না! ব্যতিক্রমী নন সায়ন্তনীও। তিনি জানান, তাঁর নিজের বাড়িতেই হয় দুর্গাপুজো। কাজেই অষ্টমীর সকাল মানেই অভিনেত্রীর প্রথম পছন্দ সাদা কিংবা লাল শাড়ি অথবা সাদা এবং লালের মিশেলে যে কোনও শাড়ি। বাকিদের ক্ষেত্রেও কি একই টিপস্‌? সায়ন্তনী বলেন, “যাদের বাড়িতে পুজো হচ্ছে, তাদের জন্যে তো বটেই। এ ছাড়াও বাকি সকলকেই আমি বলব, অষ্টমীর সকালটা তাঁত কিংবা ঢাকাইয়ের সঙ্গে শুরু করতে।” সকালের সাজ পরিমিত হলেও অষ্টমীর বিকেলটা কিন্তু জমকালো হতেই হবে! অভিনেত্রী বলেন, “এদিন বিকেলে লাল কিংবা গোলাপি বা অন্য যে কোনও রঙের শাড়ি পরা যেতে পারে। তবে সেটা আড়ম্বরপূর্ণ হলে খুব ভাল হয়। সঙ্গে একটু ভারী গয়না হলেই বা ক্ষতি কী!”

Advertisement
০৪ ০৬
তবে অভিনেত্রীর কাছে নবমীর সাজে থাকতেই হবে ইন্দো ওয়েস্টার্নের ছোঁয়া। তিনি বলেন, “আমরা লেহঙ্গা পরতে পারি। বা থ্রি পিস ড্রেসগুলোও মন্দ নয়। পুজোর শেষ দিনে একটা চমক তো রাখতেই হয়। আমরা মেকআপের ক্ষেত্রেও পশ্চিমি ঘরানা রাখতে পারি। তবে গয়না যত কম পরা যায় তত ভাল।”

তবে অভিনেত্রীর কাছে নবমীর সাজে থাকতেই হবে ইন্দো ওয়েস্টার্নের ছোঁয়া। তিনি বলেন, “আমরা লেহঙ্গা পরতে পারি। বা থ্রি পিস ড্রেসগুলোও মন্দ নয়। পুজোর শেষ দিনে একটা চমক তো রাখতেই হয়। আমরা মেকআপের ক্ষেত্রেও পশ্চিমি ঘরানা রাখতে পারি। তবে গয়না যত কম পরা যায় তত ভাল।”

০৫ ০৬
দশমীর দিন দেবীবরণ আর ধুনুচি নাচের ফাঁকে আরামদায়ক কোনও শাড়িই অভিনেত্রীর ভরসা। কোনও নরম ঢাকাই বা লিনেন কিংবা কটন বেছে নেওয়া যেতে পারে। তবে সেটা অবশ্যই লাল ঘেঁষা হলে খুব ভাল। সাদা-লাল হলে তো কোনও কথাই নেই।

দশমীর দিন দেবীবরণ আর ধুনুচি নাচের ফাঁকে আরামদায়ক কোনও শাড়িই অভিনেত্রীর ভরসা। কোনও নরম ঢাকাই বা লিনেন কিংবা কটন বেছে নেওয়া যেতে পারে। তবে সেটা অবশ্যই লাল ঘেঁষা হলে খুব ভাল। সাদা-লাল হলে তো কোনও কথাই নেই।

Advertisement
০৬ ০৬
নায়িকা বলেন, “তবে পুজোর দিনগুলোতে আমরা চোখের মেকআপে বেশি জোর দিতে পারি। ষষ্ঠীর দিন চোখের মেকআপটা ন্যুড করতে পারি। সপ্তমীর দিন স্মাজ আইলুক করতে পারি। অষ্টমীর দিন ট্র্যাডিশনের সঙ্গে কপালে বড় টিপ আর সঙ্গে গাঢ় লিপস্টিক একেবারেই মানানসই। আর নবমীটা জমকালো রাখা যেতে পারে। তবে ইন্দো ওয়েস্টার্নের সঙ্গে টিপটা বাদ দিলে ভাল। আর দশমীতে তো সিঁদুর খেলা। ওই দিন যৎসামান্য মেকআপেই সুন্দর লাগবে।”

নায়িকা বলেন, “তবে পুজোর দিনগুলোতে আমরা চোখের মেকআপে বেশি জোর দিতে পারি। ষষ্ঠীর দিন চোখের মেকআপটা ন্যুড করতে পারি। সপ্তমীর দিন স্মাজ আইলুক করতে পারি। অষ্টমীর দিন ট্র্যাডিশনের সঙ্গে কপালে বড় টিপ আর সঙ্গে গাঢ় লিপস্টিক একেবারেই মানানসই। আর নবমীটা জমকালো রাখা যেতে পারে। তবে ইন্দো ওয়েস্টার্নের সঙ্গে টিপটা বাদ দিলে ভাল। আর দশমীতে তো সিঁদুর খেলা। ওই দিন যৎসামান্য মেকআপেই সুন্দর লাগবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি