তানজানিয়ার ক্ষমতাসীন চামা চা মাফিন্দুঝি বা সিসিএম ১৯৯২ সাল পর্যন্ত দেশের একমাত্র বৈধ অনুমোদিত রাজনৈতিক দল ছিল। অবশেষে ২০১৫ সালে জন মোগুফুলি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পাশাপাশি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রজাতন্ত্র কায়েম করেন। তানজানিয়ার অন্যান্য দল বা প্রধান বিরোধী দলকে বলা হয় চ্যাডামা।
তানজানিয়ার আদিবাসী উপজাতি হাডজা ও স্যান্ডওয়ের মধ্যে এখনও শিকারী সংগ্রামীদের সন্ধান মেলে। পাশাপাশি এ দেশের চাকুরিজীবী সবচেয়ে বেশি সংখ্যক মানুষ লোহা ও ইস্পাত উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে বিশেষ করে ভারত থেকে সবচেয়ে বেশি যাত্রিবাহী জাহাজ ও ব্যবসায়ীদের সেই প্রথম সহস্রাব্দ এডি থেকে পূর্ব আফ্রিকার এই অঞ্চলে যাতায়াতের ইতিহাস আছে। কিন্তু বাঙালি বহু যুগ ধরে তানজানিয়ায় মজে দেশটার অপার ভৌগোলিক সৌন্দর্যের টানে!
কী দেখবেন: আফ্রিকা মহাদেশের ১৩ তম এবং গোটা পৃথিবীর ৩১তম বৃহত্তম দেশ তানজানিয়ার ৩৮ শতাংশ ভূমি কেবলমাত্র বনাঞ্চল এবং বন্যপ্রাণীদের সংরক্ষণের জন্য সম্পূর্ণ রূপে সুরক্ষিত। ১৬টি বিশাল জাতীয় উদ্যান আছে এ দেশে। উত্তর ও দক্ষিণে যথাক্রমে কেনিয়া ও উগান্ডা সীমান্ত থেকে শুরু করে তানজানিয়ার উত্তর-পূর্বে কিলিমাঞ্জারোর ঘন জঙ্গল, উত্তর-পশ্চিমে গোটা আফ্রিকা মহাদেশের মধ্যে বৃহত্তম হ্রদ, লেক ভিক্টোরিয়া ভ্রমণপিপাসু বাঙালি পর্যটকদের নেশার মতো টানে। যে টান 'চাঁদের পাহাড়'-এর শঙ্কর থেকে বাস্তবের ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত অস্বীকার করতে পারেননি!
ক্রিকেট বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে ভারতীয় দলের প্রথম ম্যাচ জয় যেমন ১৯৭৫-এ পূর্ব আফ্রিকার বিরুদ্ধে, তেমনই চলতি বিংশ শতাব্দীতে ভারতের ক্রিকেট দলের সঙ্গে যখনই দক্ষিণ আফ্রিকা বা জিম্বাবোয়ে সফরে গিয়েছেন সচিন-সৌরভ, সময় পেলেই ছুটেছেন তানজানিয়ায়। 'শঙ্কর' হতে চেয়ে! কিলিমাঞ্জারো, লেক ভিক্টোরিয়া চষে বেরিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy