ইতিহাসের দিকে থেকেও এ এক বিচিত্র এলাকা। ইতিহাসবিদদের মতে, গাড়োয়াল সেনা আর কুমায়ুন চাঁদ রাজবংশের সৈন্যদের মধ্যে ১৫৯০ সালে যে লড়াই হয়েছিল, তার পটভূমি এই গোয়ালদাম। নানা বংশের শাসনাধীনও থেকেছে এই গ্রাম। চাঁদ, গোর্খার পরে ব্রিটিশ শাসন। স্বাধীন ভারতে গোয়ালদাম পড়ে উত্তরাখণ্ডর রাজ্যের চামেলি জেলায়।
কীভাবে যাবেন : বিমানে নিকটতম বিমানবন্দর পন্তনগর। ওখান থেকে ২০০-২৫০ কিলোমিটার সড়ক পথে গোয়ালদাম। ট্রেনে কাঠগোদাম স্টেশনে নেমে সেখান থেকে বাস বা জিপে যেতে হয়। সড়কপথে দিল্লি থেকে যাওয়া ভাল। থাকার জায়গা : গোয়ালদামের বাইরে অনেকগুলি হোটেল ও রেস্তোরাঁ পাবেন। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy