ইউসমার্গ। শ্রীনগর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের একটি পাহাড়ি অঞ্চল। স্থানীয়দের বিশ্বাস, এখানে এসেছিলেন প্রভু যিশু। ভূস্বর্গ গেলে আপনার ঠিকানা হোক এই পাহাড়িয়া জনপদ।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
কাশ্মীর মানেই ভূস্বর্গের সৌন্দর্য। পৃথিবীর বুকে যেন দেবলোক! আর সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কথা উঠলেই চোখে ভেসে ওঠে কাশ্মীরের ডাল লেক, তার জলে শিকারায় চেপে সঙ্গীর সঙ্গে মিঠে খুনসুটি, মোঘল বাগান, উপত্যকার হাজার রকম দৃশ্যের ডালি!
০২১২
কিন্তু চেনা চেনা কাশ্মীরের বাইরে স্বল্প চেনা কাশ্মীরের খবর ক’জন রাখেন! এখানে রইল তেমনই এক খোঁজ।
০৩১২
জায়গাটির নাম ইউসমার্গ। এটা কাশ্মীরের বদগাম জেলার একটি হিল স্টেশন। কাশ্মীরকে যদি ভূস্বর্গ বলা হয় ইউসমার্গ তাহলে স্বর্গোদ্যান!
০৪১২
শান্ত শীতল হিমালয় পর্বতমালায় ঘেরা, চারদিকে পাইন আর দেবদারু গাছের ছায়ায় মোড়া এই হিল স্টেশনে এলেই, এর প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে হাবুডুবু খাবেন আপনি।
০৫১২
শ্রীনগর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের এই হিল স্টেশনের ইউসমার্গ নামের পিছনেও একটা কৌতূহলোদ্দীপক কাহিনি আছে। কাশ্মীরি ভাষায় ‘ইউসমার্গ’ মানে যিশু।
০৬১২
এখানকার স্থানীয় মানুষদের মনে পরম্পরাগত ভাবে বিশ্বাস যে, প্রভু যিশু নাকি কাশ্মীরে দর্শন দিয়েছিলেন। আর তখন এই স্থানেই কিছু সময় ছিলেন তিনি। সেই থেকে এই জায়গার নাম স্থানীয় ভাষায় প্রভু যিশুর নামে হয়েছে— ইউসমার্গ।
০৭১২
সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৮৬১ ফুট উচ্চতায় অবস্থিত ইউসমার্গ পীরপাঞ্জাল পর্বতশ্রেণীর সানসেট পিক এবং তাত্তাকুট্টি পিক-এর মতোই সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত।
ইউসমার্গ থেকে কয়েক কিলোমিটার ট্রেক করলে দুধগঙ্গা পৌঁছে যাবেন। বড় বড় পাথর আর বোল্ডারের মধ্য দিয়ে নিরন্তর সজোরে আছড়ে পড়ছে অত্যাশ্চর্য প্রবাহ।
১০১২
দুধের মতো সাদা ফেনা তৈরি করে চলেছে সব সময়। সে কারণে এই ঝর্ণার নাম দুধগঙ্গা।
১১১২
তার থেকে ৫ কিলোমিটার নীচে নামলে নীলনাগ হ্রদ। যে হ্রদের জল খাঁটি নীল রঙের। ঘন পাইন বন আর তুষারঢাকা পর্বতমালায় ঘেরা নীলনাগ হ্রদের চার পাশ পর্যটকদের মনে শান্তি আনবেই, এ কথা বাজি রেখে বলা যায়।
১২১২
তাহলে? এবারের পুজোয় কাশ্মীর বেড়াতে গেলে ভূস্বর্গের এই স্বল্পচেনা গন্তব্যস্থল ইউসমার্গ ঘুরে আসতে কিন্তু ভুলে যাবেন না! এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।