পণ্ডিচেরী, অধুনা পুদুচেরি। বললেই চোখের সামনে ভেসে ওঠে নির্জন সমুদ্র, ফরাসিদের সাজানোগোছানো ছোট্ট শহর আর ঋষি অরবিন্দের স্মৃতি। একটা কাগজে কাটাকুটি খেলার মতো দাগ টানলে যেমন দেখায়, শহরটা অনেকটাই সে রকম। ফরাসি প্রভাব বেশ স্পষ্ট। শোনা যায়, বেলাঙ্গের নামে এক ফরাসি প্রথম এসেছিলেন এখানে। আর শহর বানানোর কাজ শুরু হয় গভর্নর ফ্রাঙ্কোয়েস মার্টিনের আমলে।