Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Darjeeling Tour

পুজোর পর পাহাড়ে? দার্জিলিংয়ের আশপাশেই রয়েছে স্বর্গ, কোথায় কোথায় যাবেন? রইল ঠিকানা

পুজোর পরের সময়টা যে এই শৈলশহরে ভ্রমণের জন্য আদর্শ। এ সময়ে পাহাড়ি আবহাওয়াও থাকে সুন্দর এবং স্বস্তিদায়ক। ফলে আনন্দে সফর কাটে পর্যটকদের।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ২৩:৫৩
Share: Save:
০১ ১০
দুর্গাপুজোর মরসুম শেষ হলেই বাঙালির মনটা দার্জিলিং-দার্জিলিং করতে শুরু করে। পুজোর পরের সময়টা যে এই শৈলশহরে ভ্রমণের জন্য আদর্শ। এ সময়ে পাহাড়ি আবহাওয়াও থাকে সুন্দর এবং স্বস্তিদায়ক। ফলে আনন্দে সফর কাটে পর্যটকদের।

দুর্গাপুজোর মরসুম শেষ হলেই বাঙালির মনটা দার্জিলিং-দার্জিলিং করতে শুরু করে। পুজোর পরের সময়টা যে এই শৈলশহরে ভ্রমণের জন্য আদর্শ। এ সময়ে পাহাড়ি আবহাওয়াও থাকে সুন্দর এবং স্বস্তিদায়ক। ফলে আনন্দে সফর কাটে পর্যটকদের।

০২ ১০
দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য অপার। চারপাশে বিস্তীর্ণ পাহাড়, অসংখ্য চা বাগান, এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য মন জুড়ে প্রশান্তি এনে দেয়।

দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য অপার। চারপাশে বিস্তীর্ণ পাহাড়, অসংখ্য চা বাগান, এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য মন জুড়ে প্রশান্তি এনে দেয়।

০৩ ১০
দার্জিলিংয়ে বেড়াতে গেলে এই ৭টি জায়গা যেন অবশ্যই থাকে ঘোরাঘুরির তালিকায়। ভুলে গেলে আপনারই লোকসান!

দার্জিলিংয়ে বেড়াতে গেলে এই ৭টি জায়গা যেন অবশ্যই থাকে ঘোরাঘুরির তালিকায়। ভুলে গেলে আপনারই লোকসান!

০৪ ১০
টাইগার হিল: এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫২০ মিটার (৮২৬০ ফুট) উচ্চতায় প্রকৃতির এক অপূর্ব নিদর্শন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভাবে দেখা মেলে। মুগ্ধ করবে সূর্যোদয়ের দৃশ্য।

টাইগার হিল: এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫২০ মিটার (৮২৬০ ফুট) উচ্চতায় প্রকৃতির এক অপূর্ব নিদর্শন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভাবে দেখা মেলে। মুগ্ধ করবে সূর্যোদয়ের দৃশ্য।

০৫ ১০
তিনচুলে: দার্জিলিং জেলার এই ছোট্ট গ্রামটি  প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ। চারপাশে যতদূর চোখ যায় চা বাগান, পাহাড় এবং সবুজ বনভূমি পর্যটকদের মুগ্ধ করে।

তিনচুলে: দার্জিলিং জেলার এই ছোট্ট গ্রামটি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ। চারপাশে যতদূর চোখ যায় চা বাগান, পাহাড় এবং সবুজ বনভূমি পর্যটকদের মুগ্ধ করে।

০৬ ১০
রকগার্ডেন: রক গার্ডেনের প্রধান আকর্ষণ এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এখানে রয়েছে রংবেরঙের ফুল, হরেক রকম গাছ এবং পাথরের সমাহার।

রকগার্ডেন: রক গার্ডেনের প্রধান আকর্ষণ এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এখানে রয়েছে রংবেরঙের ফুল, হরেক রকম গাছ এবং পাথরের সমাহার।

০৭ ১০
মিরিক: দার্জিলিং জেলার এই মনোরম শহরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটি হ্রদ।  বরাবরই পর্যটকরা ভিড় করেন সেই সৌন্দর্য উপভোগ করতে।

মিরিক: দার্জিলিং জেলার এই মনোরম শহরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটি হ্রদ। বরাবরই পর্যটকরা ভিড় করেন সেই সৌন্দর্য উপভোগ করতে।

০৮ ১০
সান্দাকফু: ট্রেকিংয়ের একটি জনপ্রিয় গন্তব্য সান্দাকফু। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট ও অন্যান্য পর্বতশৃঙ্গের মনোমুগ্ধকর দৃশ্য মন কাড়বেই।

সান্দাকফু: ট্রেকিংয়ের একটি জনপ্রিয় গন্তব্য সান্দাকফু। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট ও অন্যান্য পর্বতশৃঙ্গের মনোমুগ্ধকর দৃশ্য মন কাড়বেই।

০৯ ১০
টি গার্ডেন: পাহাড়ের ঢালে দার্জিলিংয়ের চা বাগানগুলো যেন সবুজের এক সমুদ্র। চা গাছের সারি ও পাহাড়ি পরিবেশ তাদের পর্যটকদের প্রিয় গন্তব্যগুলোর তালিকায় পাকাপাকি জায়গা করে দিয়েছে।

টি গার্ডেন: পাহাড়ের ঢালে দার্জিলিংয়ের চা বাগানগুলো যেন সবুজের এক সমুদ্র। চা গাছের সারি ও পাহাড়ি পরিবেশ তাদের পর্যটকদের প্রিয় গন্তব্যগুলোর তালিকায় পাকাপাকি জায়গা করে দিয়েছে।

১০ ১০
ঘুম মনাস্ট্রি: এই মনাস্ট্রি অর্থাৎ বৌদ্ধ গুম্ফার স্থাপত্যশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর। বিভিন্ন ধরনের বৌদ্ধ চিত্রকলা এবং স্থানীয় সংস্কৃতির নিদর্শন চোখ টানবে। এখানে একটি বিশাল বুদ্ধের মূর্তি রয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।

ঘুম মনাস্ট্রি: এই মনাস্ট্রি অর্থাৎ বৌদ্ধ গুম্ফার স্থাপত্যশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর। বিভিন্ন ধরনের বৌদ্ধ চিত্রকলা এবং স্থানীয় সংস্কৃতির নিদর্শন চোখ টানবে। এখানে একটি বিশাল বুদ্ধের মূর্তি রয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy