things to keep in mind before going planning a trip on Durga Puja 2023 dgtl
Ladakh Trip Planning
লাদাখ যাওয়ার পরিকল্পনা করছেন? তবে এই সব তথ্যগুলি আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত
সমুদ্রপৃষ্ট থেকে ১০ হাজার ফুট উঁচুতে লাদাখ। প্রতিটা মোড়ে মোড়ে রোমাঞ্চ। যাওয়ার পরিকল্পনা থাকলে এই প্রতিবেদনের প্রত্যেকটি তথ্য আপনার হাতের মুঠোয় নেওয়া উচিত।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
লাদাখ ভ্রমণের ইচ্ছে কম-বেশি সব ভ্রমণপ্রেমীদের মনেই বিরাজ করে। সমুদ্রপৃষ্ট থেকে ১০ হাজার ফুট উঁচুতে লাদাখ।
০২১২
সমুদ্রপৃষ্ট থেকে ১০ হাজার ফুট উঁচুতে লাদাখ। প্রতিটা মোড়ে মোড়ে রোমাঞ্চ। যাওয়ার পরিকল্পনা থাকলে এই প্রতিবেদনের প্রত্যেকটি তথ্য আপনার হাতের মুঠোয় নেওয়া উচিত।
০৩১২
সেখানকার রুক্ষ-শুষ্ক পার্বত্য অঞ্চল, পাথুরে উপত্যকা, দুর্গম রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে রোমাঞ্চ। ভারতের এই স্থানে ঘুরতে যাওয়ার আগে জেনে নেওয়া জরুরি যে, সেখানে ভ্রমণের সেরা সময় কখন?
০৪১২
হিমালয়ের আবহাওয়া আগে থেকে বোঝা কঠিন। তবে সঠিক সময়ে লাদাখ বেড়াতে গেলে সহজেই এড়াতে পারবেন বিড়ম্বনা ও উপভোগ করতে পারবেন হিমালয়ের সৌন্দর্য। সাধারণত লাদাখে গরম থাকে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত।
০৫১২
এই সময় পাহাড়ে বরফের দেখা মিলবে না। তবে দেখতে পাবেন সবুজে সবুজ উপত্যকা। এই সময় তুষারাবৃত চূড়া দেখা গেলেও লাদাখের আবহাওয়া হয় মনোরম।
০৬১২
তা হলে কী দাঁড়াচ্ছে? সড়কপথে লেহ্ যাওয়ার জন্য গ্রীষ্মকালই সেরা। রোটাং পাস এবং বারালাচা পাস হয়ে লাদাখ গেলে সেরা অভিজ্ঞতা সঞ্চয় হয়। জুলাই-আগস্ট মাস লাদাখে বর্ষা থাকে।
০৭১২
যদিও অনেক পর্যটক পাহাড়িয়া এলাকার বৃষ্টি উপভোগ করতে ভালবাসেন। চাইলে এই সময়ও লাদাখে বেড়াতে যাওয়া যেতে পারে।
০৮১২
ঝকঝকে পরিষ্কার আকাশের দেখাও মিলতে পারে এক বৃষ্টির পরে। বাইক নিয়ে লাদাখ যাওয়া গেলেও, ভুলেও বর্ষাকালে যাবেন না। দুর্ঘটনা হতেই পারে।
০৯১২
আর সেপ্টেম্বর মাসের শেষভাগে ওখানেকার তাপমাত্রা কমতে থাকে।
১০১২
শীতে সেখানে গেলে বরফ পড়ার দৃশ্য উপভোগ করতে পারবেন। অক্টোবরে বেড়াতে গেলেও এমন দৃশ্যের সাক্ষী হতে পারবেন।
১১১২
শীতেই বেশিরভাগ পর্যটক লাদাখ ভ্রমণে যান। অর্থাৎ এপ্রিল-অক্টোবর পর্যন্ত যে কোনও সময়েই আপনি লাদাখ যেতে পারেন।
১২১২
আর যদি বরফ লেক দেখতে চান তা হলেও লাদাখ যেতে হবে শীতকালে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।