আনন্দের শহর। বিশ্বজুড়ে এ নামেই প্রসিদ্ধ কলকাতা। এ শহরের সঙ্গে জড়িয়ে কয়েক শতকের ইতিহাস, নানা ঘটনা। এক কালে ব্রিটিশদের রাজধানী এই কলকাতাতেই রয়েছে কিছু জায়গা, ভূতুড়ে বলেই যাদের সুনাম, নাকি কুখ্যাতি? সেই জায়গাগুলি কারও ভয়ের শিরশিরানি, আবার কারও অসীম কৌতূহল। ভূতচতুর্দশী এল বলে! ঝটপট জেনে নিন সেই সব ভূতুড়ে ঠিকানার খোঁজ। সাহস থাকলে ঘুরেই আসুন না এক বার!
জাতীয় গ্রন্থাগার: তৎকালীন ব্রিটিশ গভর্নর-জেনারেলের বাসস্থান হিসাবে ব্যবহৃত হত এই বাড়িটি। পরবর্তীতে গ্রন্থাগারে রূপান্তরিত করা হয়েছে। ভারতের সর্ববৃহৎ এই গ্রন্থাগারের সঙ্গে জুড়ে আছে কিছু ভৌতিক অভিজ্ঞতার গল্প। রাতে যাঁরা এখানে পড়াশোনার কাজে কাটিয়েছেন, তাঁদের কারও কারও দাবি– বিশাল দেওয়ালে গভর্নরের স্ত্রী লেডি মেটকাফের বিবর্ণ ছায়া দেখা যায়। শোনা যায় তাঁর পায়ের শব্দও।