তিব্বত যাওয়া মোটেই খুব একটা সহজ কাজ নয়। বিশেষত ভারতীয়দের অনেকেরই এই জায়গায় যাওয়ার স্বপ্ন থাকলেও, একটু কঠিন হয়ে পড়ে তাঁদের পক্ষে। চিনের থেকে ভিসা করানো, এবং বেজিং হয়ে তিব্বতের লাসা পৌঁছোনোর ঝক্কি অনেকটাই। খরচের অঙ্কও বেশ বড় হয়ে যায় এতে। তার পরে তিব্বতের ছোট গ্রামগুলো দেখতে গেলে, লাসা থেকে পারমিট বের করতে হয়, সেটাও খুব জটিল কাজ। কিন্তু এত সব ঝক্কির মধ্যে না গিয়েই যদি তিব্বতের মতো সুন্দর জায়গায় ঘুরে আসা যায়? সেটাই সম্ভব নেপালের কাগবেনি গেলে।
ট্রেনে হাওড়া থেকে রক্সৌল। সেখান থেকে নেপাল সীমান্তের বীরগঞ্জ। বীরগঞ্জে নেপালে ঢোকার পারমিটের কাগজ বানিয়ে নিয়ে বাসে পোখারা। সকালে বাস ধরলে বিকেল হয়ে যাবে পৌঁছোতে পৌঁছোতে। পরের দিনটা পোখারায় কাটিয়ে তার পরের দিন কাগবেনির দিকে যাত্রা। যাত্রাপথ আগে খুব একটা সুগম ছিল না। বাসে ভাঙাচোরা রাস্তা দিয়ে জোমসোম পর্যন্ত যেতে হত। তবে এখন রাস্তার মান আগের চেয়ে ভালো হয়েছে।