এবারের ছুটিতে বিদেশে বেড়ানোর কথা ভাবছেন? কিন্তু এমন কোথাও যেতে চান, যেখানে গেলে খুব বেশি খরচ হবে না, আবার এমন জায়গাও দেখতে পাবেন, যা চট করে কেউ যান না? তাহলে আপনার তালিকায় আসতে পারে মধ্য এশিয়ার একটি দেশ। এই দেশ তার ঝুলিতে হাজারো বিস্ময়কর জায়গা নিয়ে অপেক্ষা করছে পর্যটকের জন্য। যার সৌন্দর্য বাকি পৃথিবীর দেশগুলোর প্রাকৃতিক সৌন্দর্যের তুলনায় কোনও অংশে কম নয়। এই দেশের নাম কিরগিজস্তান। আর সেই দেশের আকর্ষণের কেন্দ্রে রয়েছে ইসিক কুল নামের হ্রদ।
কলকাতা হোক বা ভারতের অন্য কোনও শহর, সহজে কিরগিজস্তান পৌঁছোতে হলে দিল্লি হয়ে যাওয়াই ভালো। এয়ার আস্তানার বিমানে দিল্লি থেকে কিরগিজস্তানের রাজধানী বিশকেক চলে যাওয়া যায়। যাওয়া-আসার রাউন্ডট্রিপ বিমান ভাড়া হাজার চল্লিশেকের মধ্যে হয়ে যেতে পারে। আরও একটা কাজ করতে পারেন। দিল্লি থেকে কাজাখস্তানের আলমাটি চলে যেতে পারেন। সেখান থেকে বাসে বিশকেক যাওয়া যায় সহজেই। তবে একটু সময় নিয়ে টিকিট কাটা ভালো। কারণ তাতে সস্তায় টিকিট পাওয়া যায়। আরও একটা কথা মনে রাখতেই হবে, অক্টোবর থেকে মার্চ মাস ইসিক কুল দেখার জন্য একেবারেই আদর্শ সময় নয়। বরফে রাস্তা ঢেকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই বছরের বাকি সময়ের মধ্যেই পরিকল্পনা করতে হবে। ভিসার জন্যও চিন্তা নেই। সহজেই ই-ভিসা পাওয়া যায় এই দেশের।