নওয়ালগড়: রাজস্থানের শেখাওয়াটি অঞ্চলের এক ছোট্ট শহর। পর্যটন স্থান হিসেবে হয়তো বিশেষ পরিচিত নয়, কিন্তু একের পর এক হাভেলির জন্য দারুণ জনপ্রিয় শহর। হাভেলি কী জানেন তো? এক কালে উত্তর-পশ্চিম ভারতের ঐতিহ্যবাহী সামন্ত প্রভুরা তাঁদের আত্মীয়স্বজন, এমনকী কর্মচারীদের বসবাসের জন্য পাথরের তৈরি দুর্গের মতো যে প্রাসাদোপম বাড়িগুলো বানাতেন, সেগুলোকেই বলা হয় হাভেলি।
লঙ্গেওয়ালা: রাজস্থানী গ্রাম। ইতিহাসের দিকে দিয়ে বৈশিষ্ট্যপূর্ণ। কারণ, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ এই লঙ্গেওয়াল গ্রামেই হয়েছিল। আবার ভারত-পাক যুদ্ধের প্রেক্ষিতে তৈরি সুপার হিট বলিউড সিনেমা 'বর্ডার'-এর আউটডোর শুটিং প্রায় পুরোটা লঙ্গেওয়ালা গ্রামে হয়েছিল। থর মরুভূমির একেবারে মাঝখানে অবস্থিত লঙ্গেওয়ালা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy