বেকাল: কেরলের অতুলনীয় নিরিবিলি এক পাহাড়ি শহর বেকাল। পাহাড়ে ঘেরা শহরের মধ্যে কী নেই! প্রাচীন দুর্গ, শান্ত জলাশয়, নির্মল সমুদ্র সৈকত। দিন দুয়েক এখানে থেকে একে একে ঘুরে দেখুন বেকাল ফোর্ট, চন্দ্রগিরি ফোর্ট, পায়স্বিনী জলাশয়। আর এখানে নিত্যানন্দ আশ্রম গুহা তো এক দারুণ রোমাঞ্চকর দ্রষ্টব্যস্থান! একসঙ্গে ৪৫টা গুহার সমাহার।
অথিরাপল্লী: কেরলের এই অচেনা রোম্যান্টিক পাহাড়ি জায়গার সৌন্দর্য বর্ষায় যেন আরও কয়েকগুণ বেড়ে যায়! অথিরাপল্লী জলপ্রপাত একবার দেখলে সারা জীবনেও ভোলার নয়। ৮০ ফুট উঁচু থেকে আছড়ে পড়া জলধারা শুধু নয়, এর এক সঙ্গে অসংখ্য উঁচু সমান্তরাল জলধারা অথিরাপল্লী জলপ্রপাতকে ভয়ঙ্কর সুন্দর রূপ দিয়েছে। আর বর্ষায় তো আরওই সৌন্দর্যময়!
ওয়েনাড: আপনার হয়তো সিমলা, কুলু, মানালি, মুসৌরি বেড়িয়েও নিরিবিলিতে পাহাড়ের সৌন্দর্য দেখার আরও ইচ্ছে হয়েছে। সেক্ষেত্রে কেরলের ওয়েনাড স্বচ্ছন্দে ঘুরে আসতেই পারেন। অরণ্য, পাহাড়, জলধারায় মোড়া এক অপরূপ নিরিবিলি দ্রষ্টব্যস্থান। চার দিকে সবুজ, সবুজ আর সবুজ, সঙ্গে পাল্লা দিয়ে অপার নিরিবিলি। পাখিদের কলরব ছাড়া খুব বেশি আওয়াজ কানে আসবে না এখানে।
ওয়েনাড অভয়ারণ্যের সৌন্দর্য বর্ণনার অতীত! এমনকি এখান থেকে ঘুরে আসতে পারেন কর্নাটকের বিখ্যাত বন্দিপুর অভয়ারণ্য। ওয়েনাডের চেম্বরা পাহাড়ে ট্রেকিং, পাহাড়ের গায়ে বিস্তীর্ণ চা-বাগানের পাশাপাশি এড়াক্কল গুহা ও মিনমুত্তি ঝরণাও অবশ্যই দেখতে হবে। এখানে থাকার সবচেয়ে উত্তম জায়গা ট্রি হাউস। এর ভেতরের অত্যাধুনিক বন্দোবস্ত এক দুর্দান্ত আকর্ষণ।
ভ্যাগামন: মুন্নার বা আলেপ্পি মত চেনা জায়গা কেরলের, ততই এ রাজ্যের অচেনা বেড়ানোর জায়গা ভ্যাগামন! এই শৈলশহরের অনবদ্য সৌন্দর্য মুন্নার-আলেপ্পির সঙ্গে টক্কর দেয়। অচেনা রোমাঞ্চকর জায়গায় যাঁরা ঘুরতে ভালোবাসেন, তাঁদের জন্য আদর্শ দ্রষ্টব্য স্থান ভ্যাগামন। এটি কেরলের ইদুক্কু জেলার এক অসাধারণ প্রাকৃতিক গ্রাম। মনোরম আবহাওয়ার জন্য এখানে বছরের যে কোনও সময়ে যাওয়া যায়।
কোভালম: এত সুন্দর, পরিচ্ছন্ন, শান্ত-নিরিবিলি সমুদ্রসৈকত ভারতে তো বটেই, বিশ্বে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। এখানকার সৈকতের লাল-সাদা লাইট হাউস জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। সঙ্গে সারি বেঁধে একে একে আছে হাওয়া সৈকত, সমুদ্র বিচ। তিনটে সৈকত মিলে ঘুরে আপনি একটা পুরো দিন মহানন্দে কাটাতে পারেন কোভালমে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy