Sera Sarbojonin 2022: The best baroyari pujos of Kolkata selected by anandabazar online dgtl
ananda utsav 2022
উত্তর থেকে দক্ষিণ, সেরা ১১টি বারোয়ারি পুজোকে বেছে নিল আনন্দবাজার অনলাইন
অবশেষে ফলপ্রকাশ। আনন্দবাজার অনলাইনের চোখে কোন এগারোটি পুজো হল কলকাতার সেরা পুজো।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ২৩:১৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
অপেক্ষার অবসান। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার সেরা ১১টি বারোয়ারি পুজোকে বেছে নিল আনন্দবাজার অনলাইন।
০২১২
টালা প্রত্যয় — আনন্দবাজার অনলাইনের চোখে এই বছরের সেরা পুজোর শিরোপা জিতল ‘টালা প্রত্যয়’।
০৩১২
গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব — দ্বিতীয় স্থানে রয়েছে ‘গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব’
০৪১২
দমদম তরুণ দল — দ্বিতীয় স্থানে রয়েছে ‘দমদম তরুণ দল’
০৫১২
রাজডাঙা নব উদয় সংঘ — বছরভর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এই পুজো কমিটি। সেরা সামাজিক কাজের নিরিখে সেরা পুজোর শিরোপা জিতেছে ‘রাজডাঙা নব উদয় সংঘ’
নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব — প্রতিমা ও মণ্ডপ তৈরির জিনিস কতটা পরিবেশ বান্ধব, তার নিরিখে সেরা পুজোর শিরোপা পেল ‘নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব ’।
০৯১২
দমদম পার্ক ভারত চক্র ক্লাব — বিদ্যুৎ, প্রাথমিক চিকিৎসা ও অগ্নি নিরাপত্তা অর্থাৎ মণ্ডপের সামগ্রিক নিরাপত্তার নিরিখে সেরা পুজোর শিরোপা জিতেছে ‘দমদম পার্ক ভারত চক্র ক্লাব’
১০১২
ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন — এই বছর জুরির চোখে সেরা পুজো ‘ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন’