Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Plus Size Fashion

মোটা হলেও হল্টার ব্লাউজ, পাশ্চাত্য পোশাক পরুন স্বেচ্ছায়

মোটা হলে কী ধরনের সাজ ভাল মানায় তা সম্পর্কে তেমন কোনও ধারনা না থাকায় পছন্দের সব জামা বাদ দিয়ে দিয়েছেন?

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৫:২০
Share: Save:
০১ ১৬
পাড়া প্রতিবেশীদের মধ্যে কানাঘুষো চলতেই থাকে, চেহারায় স্থূলতার ছোঁয়া থাকলে যেন তাঁদের কেতাদুরস্ত সাজপোশাক সব কিছুই বারণ। এই ভাবেই আপনিও কী একটু একটু করে বাদ দিয়েছেন নিজেদের সব সাজের ইচ্ছা? কিংবা মোটা হলে কী ধরনের সাজ ভাল মানায় তা সম্পর্কে তেমন কোনও ধারনা না থাকায় সিফন শাড়ি,কো-অর্ড সেট, স্লিভলেস ব্লাউজ সব বাদ দিয়ে ফেলেছেন?

পাড়া প্রতিবেশীদের মধ্যে কানাঘুষো চলতেই থাকে, চেহারায় স্থূলতার ছোঁয়া থাকলে যেন তাঁদের কেতাদুরস্ত সাজপোশাক সব কিছুই বারণ। এই ভাবেই আপনিও কী একটু একটু করে বাদ দিয়েছেন নিজেদের সব সাজের ইচ্ছা? কিংবা মোটা হলে কী ধরনের সাজ ভাল মানায় তা সম্পর্কে তেমন কোনও ধারনা না থাকায় সিফন শাড়ি,কো-অর্ড সেট, স্লিভলেস ব্লাউজ সব বাদ দিয়ে ফেলেছেন?

০২ ১৬
তবে পুজোয় সবকিছুকেই তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। মন খুলে সাজুন সাবেকি কী পশ্চিমী সব রকম সাজেই। পথ দেখাল আনন্দবাজার অনলাইন। এক নজরে দেখে নিন হাল ফ্যাশনের কোন সাজ দারুণ মানাবে পুজোর দিনে?

তবে পুজোয় সবকিছুকেই তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। মন খুলে সাজুন সাবেকি কী পশ্চিমী সব রকম সাজেই। পথ দেখাল আনন্দবাজার অনলাইন। এক নজরে দেখে নিন হাল ফ্যাশনের কোন সাজ দারুণ মানাবে পুজোর দিনে?

০৩ ১৬
গায়িকা জোজো! বাংলার সঙ্গীত জগতে একডাকে তাঁকে চেনে সবাই। তিনি যেমন সুন্দরী তেমনই মঞ্চ কাঁপানো উপস্থিতি তাঁর। চেহারার ধরনও স্থূলই। নিজেই বললেন যে, “আমি মনে করি স্টাইল মানেই তাতে আরামটা যেন মাথায় রাখতে হয়। পুজোর সময় খেয়াল রাখতে হয় শোয়ের সময়ের আরামের দিকটাও। অষ্টমী মানেই মেজেন্টা বা লাল রঙের সাজ, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন।

গায়িকা জোজো! বাংলার সঙ্গীত জগতে একডাকে তাঁকে চেনে সবাই। তিনি যেমন সুন্দরী তেমনই মঞ্চ কাঁপানো উপস্থিতি তাঁর। চেহারার ধরনও স্থূলই। নিজেই বললেন যে, “আমি মনে করি স্টাইল মানেই তাতে আরামটা যেন মাথায় রাখতে হয়। পুজোর সময় খেয়াল রাখতে হয় শোয়ের সময়ের আরামের দিকটাও। অষ্টমী মানেই মেজেন্টা বা লাল রঙের সাজ, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন।

০৪ ১৬
তবে তাতে কী কোনও দিন দমে গিয়েছেন গায়িকা? সপাটে উত্তর দিলেন নিজের বেছে নেওয়া তাক লাগানো পুজোর লুকবুকে। নানা রকম পোশাকের ধরনে তিনি আত্মবিশ্বাসী।

তবে তাতে কী কোনও দিন দমে গিয়েছেন গায়িকা? সপাটে উত্তর দিলেন নিজের বেছে নেওয়া তাক লাগানো পুজোর লুকবুকে। নানা রকম পোশাকের ধরনে তিনি আত্মবিশ্বাসী।

০৫ ১৬
প্রথমেই বলতে হয় তাঁর ঝকঝকে সাদা সার্টের সাজ। বেপরোয়া এই লুকে যেমন রয়েছে নিজস্বতা তেমনই চোখেমুখে ছাপিয়ে উঠছে তাঁর আনন্দ!  সাদা সাজ পুজোর দিনে! তাতে কী? উজ্জ্বল গোলাপি লিপস্টিকেই তিনি তৈরি পুজোর জন্য। মাথায় আবার লাল রঙের বেরেট টুপি। তাতেই সবাই মাত।

প্রথমেই বলতে হয় তাঁর ঝকঝকে সাদা সার্টের সাজ। বেপরোয়া এই লুকে যেমন রয়েছে নিজস্বতা তেমনই চোখেমুখে ছাপিয়ে উঠছে তাঁর আনন্দ! সাদা সাজ পুজোর দিনে! তাতে কী? উজ্জ্বল গোলাপি লিপস্টিকেই তিনি তৈরি পুজোর জন্য। মাথায় আবার লাল রঙের বেরেট টুপি। তাতেই সবাই মাত।

০৬ ১৬
সাজ বদল। এই বার তিনি নিজেই গোলাপি আর হলুদের সাজে! পোশাকের রং যেন উৎসবের মরশুমকে তুলে এনেছে তাঁর অভিব্যক্তির মধ্যেই। নিজের মোটা হওয়া নিয়ে কোনও অযথা ভাবনা নেই জোজোর, তিনি জানেন নিজের সাজের মহিমা!

সাজ বদল। এই বার তিনি নিজেই গোলাপি আর হলুদের সাজে! পোশাকের রং যেন উৎসবের মরশুমকে তুলে এনেছে তাঁর অভিব্যক্তির মধ্যেই। নিজের মোটা হওয়া নিয়ে কোনও অযথা ভাবনা নেই জোজোর, তিনি জানেন নিজের সাজের মহিমা!

০৭ ১৬
খিলখিলিয়ে শিশুসুলভ হাসি! “দিল তো বাচ্চা হ্যায় জি!” জোজোর নীল ড্রেসের সাজ শরীরের গড়ন বা ওজন নিয়ে অযথা চিন্তা কে দূরে সরিয়ে যেন নিজের সৌন্দর্যকেই ভালবাসতে শেখায় এই  পুজোয় নিজের প্রেমে পড়ুন এমনটাই যেন তাঁর কথা। নিজের কথাতেই বললেন, “নিজের পোশাকের স্টাইলিং আমি নিজেই করি, আত্মবিশ্বাসটাই আসল!”

খিলখিলিয়ে শিশুসুলভ হাসি! “দিল তো বাচ্চা হ্যায় জি!” জোজোর নীল ড্রেসের সাজ শরীরের গড়ন বা ওজন নিয়ে অযথা চিন্তা কে দূরে সরিয়ে যেন নিজের সৌন্দর্যকেই ভালবাসতে শেখায় এই পুজোয় নিজের প্রেমে পড়ুন এমনটাই যেন তাঁর কথা। নিজের কথাতেই বললেন, “নিজের পোশাকের স্টাইলিং আমি নিজেই করি, আত্মবিশ্বাসটাই আসল!”

০৮ ১৬
সাবেকি কাঁথা শাড়ি। সিল্কের উপর কাঁথা কারুকাজের শাড়ির শখ কম বেশি সবারই থাকে। তবে কেমন করে সাজবেন ভেবে পাচ্ছেন না? পরুন সাহসী ক্রপ টপ আর অন্য ধাঁচের গয়না।

সাবেকি কাঁথা শাড়ি। সিল্কের উপর কাঁথা কারুকাজের শাড়ির শখ কম বেশি সবারই থাকে। তবে কেমন করে সাজবেন ভেবে পাচ্ছেন না? পরুন সাহসী ক্রপ টপ আর অন্য ধাঁচের গয়না।

০৯ ১৬
সংগ্রহে রয়েছে সিক্যুইনের ঝকমকে সাহসী হল্টারনেক ক্রপ টপ । কিন্তু কেমন লাগবে ভেবে পিছিয়ে আসেন, সঙ্গে থাকে নানা তির্যক মন্তব্যের ভয়ও। তবে কে কী বলে থোড়াই কেয়ার!

সংগ্রহে রয়েছে সিক্যুইনের ঝকমকে সাহসী হল্টারনেক ক্রপ টপ । কিন্তু কেমন লাগবে ভেবে পিছিয়ে আসেন, সঙ্গে থাকে নানা তির্যক মন্তব্যের ভয়ও। তবে কে কী বলে থোড়াই কেয়ার!

১০ ১৬
বনেদি অভিজাত লাল সিল্কের কাঁথা কারুকাজের শাড়ির সঙ্গে কালো পরুন ডিপ নেক হলটার ক্রপ টপ । সঙ্গে খোঁপায় লাল টকটকে ফুল। নিজের রূপকে স্থূলতার ভীতিতে লুকিয়ে না রেখে মেলে ধরুন।  কমিউনিকেশন স্ট্র্যাট্যেজিস্ট জিনা মিত্র বণিক জানালেন, “বডি পসিটিভিটির আমেজকে মাথায় রেখেই এই জমকালো সান্ধ্য সাজের জন্য এই পোশাক আমি বেছে নিয়েছি। মাত্রাছাড়া না হয়েও আভিজাত্য নিয়ে সাজগোজ যে সবাই করতে পারেন, তার জন্যী এই সাজ বেছে নেওয়া”।

বনেদি অভিজাত লাল সিল্কের কাঁথা কারুকাজের শাড়ির সঙ্গে কালো পরুন ডিপ নেক হলটার ক্রপ টপ । সঙ্গে খোঁপায় লাল টকটকে ফুল। নিজের রূপকে স্থূলতার ভীতিতে লুকিয়ে না রেখে মেলে ধরুন। কমিউনিকেশন স্ট্র্যাট্যেজিস্ট জিনা মিত্র বণিক জানালেন, “বডি পসিটিভিটির আমেজকে মাথায় রেখেই এই জমকালো সান্ধ্য সাজের জন্য এই পোশাক আমি বেছে নিয়েছি। মাত্রাছাড়া না হয়েও আভিজাত্য নিয়ে সাজগোজ যে সবাই করতে পারেন, তার জন্যী এই সাজ বেছে নেওয়া”।

১১ ১৬
অনেকেই বলেন মোটা হলে এটা মানায় না ওটা মানায় না! কোনও নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে ভারী গয়না পরুন, দেখবেন পুজোর সাজ একেবারে জমে গিয়েছে।

অনেকেই বলেন মোটা হলে এটা মানায় না ওটা মানায় না! কোনও নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে ভারী গয়না পরুন, দেখবেন পুজোর সাজ একেবারে জমে গিয়েছে।

১২ ১৬
পুজো মানেই রোজকার একঘেয়ে ঘরকন্না বা চাকরির পরিবেশ থেকে একটু ছুটি। একান্তে এই সময় কাটাতে পারেন। খালি নিজের চেহারা নিয়ে সঙ্কোচে না ভুগে, নিজেকে সময় দিন।

পুজো মানেই রোজকার একঘেয়ে ঘরকন্না বা চাকরির পরিবেশ থেকে একটু ছুটি। একান্তে এই সময় কাটাতে পারেন। খালি নিজের চেহারা নিয়ে সঙ্কোচে না ভুগে, নিজেকে সময় দিন।

১৩ ১৬
এই সময় নিজে নিজেই বেছে নিন আপনাকে কোন কোন পোশাকে মানায়। যেমন ষষ্ঠী বা সপ্তমীর নিরালা দুপুরের জন্য কাফতান ঢঙের  অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের ড্রেস পরে দেখতে পারেন।

এই সময় নিজে নিজেই বেছে নিন আপনাকে কোন কোন পোশাকে মানায়। যেমন ষষ্ঠী বা সপ্তমীর নিরালা দুপুরের জন্য কাফতান ঢঙের অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের ড্রেস পরে দেখতে পারেন।

১৪ ১৬
খোলা পিঠ ছাপানো চুল আর হাল্কা মুখের সাজেই  জমে যাবে আপনার পুজোর দিনের সাজ। হাল্কা গয়না পরুন কী না পরুন, তাতেও আপনিই অনন্যা। জিনা মিত্র বণিক জানালেন, “ কাফতান পরার মধ্যে এক বিশেষ আরাম রয়েছে, আর তা ছাড়াও কাফতান যে কোনও চেহারায় খুব মানায়। এই কাফতান দিনের বেলার জন্য এক্কেবারে আদর্শ”।

খোলা পিঠ ছাপানো চুল আর হাল্কা মুখের সাজেই জমে যাবে আপনার পুজোর দিনের সাজ। হাল্কা গয়না পরুন কী না পরুন, তাতেও আপনিই অনন্যা। জিনা মিত্র বণিক জানালেন, “ কাফতান পরার মধ্যে এক বিশেষ আরাম রয়েছে, আর তা ছাড়াও কাফতান যে কোনও চেহারায় খুব মানায়। এই কাফতান দিনের বেলার জন্য এক্কেবারে আদর্শ”।

১৫ ১৬
সমাজ মাধ্যমের পাতায় আমরা আত্মবিশ্বাসী আরও অনেক নারীকে এখন দেখতে পাই। মোটা হলেও যে হাল ফ্যাশনে গা ভাসাতে কোন বাঁধা নেই দেখিয়ে দেন তাঁরা বারবার। যেমন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী। স্থূল চেহারা হওয়া সত্ত্বেও তাঁর সমাজ মাধ্যম ছেয়ে রয়েছে তাঁর নানা পোশাকে নানা ভঙ্গিমায় কেতাদুরস্ত সব ছবিতে।

সমাজ মাধ্যমের পাতায় আমরা আত্মবিশ্বাসী আরও অনেক নারীকে এখন দেখতে পাই। মোটা হলেও যে হাল ফ্যাশনে গা ভাসাতে কোন বাঁধা নেই দেখিয়ে দেন তাঁরা বারবার। যেমন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী। স্থূল চেহারা হওয়া সত্ত্বেও তাঁর সমাজ মাধ্যম ছেয়ে রয়েছে তাঁর নানা পোশাকে নানা ভঙ্গিমায় কেতাদুরস্ত সব ছবিতে।

১৬ ১৬
সম্প্রতি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বক্তব্য রেখেছেন এই বিষয় নিয়ে। নিজের ছবির প্রয়োজনে ওজন বাড়ানোর পরেই বজায় রেখেছেন নিজের আবেদনময়ী ও লাস্যময়ী ইমেজকে! কোন রকম নেতিবাচক ভাবনায় দমে যাননি। আপনিও তাঁর মতো ঘেরা স্কার্ট বা ডিপ নেক ব্লাউজে অনায়ায়সে সেজে উঠতে পারেন এই পুজোয়।

সম্প্রতি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বক্তব্য রেখেছেন এই বিষয় নিয়ে। নিজের ছবির প্রয়োজনে ওজন বাড়ানোর পরেই বজায় রেখেছেন নিজের আবেদনময়ী ও লাস্যময়ী ইমেজকে! কোন রকম নেতিবাচক ভাবনায় দমে যাননি। আপনিও তাঁর মতো ঘেরা স্কার্ট বা ডিপ নেক ব্লাউজে অনায়ায়সে সেজে উঠতে পারেন এই পুজোয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy