০৭
১০
প্রচুর ফসল ক্ষতিগ্রস্থ হত।
০৮
১০
ক্ষেতের ফসলকে লক্ষ্মীরূপে যাতে নির্বিঘ্নে তুলে আনা যায়, তার জন্য গজরাজকে শান্ত করার প্রয়োজন ছিল।
০৯
১০
সেই কারণেই লক্ষ্মী দেবীর সঙ্গে সঙ্গে হাতির পুজোও শুরু হয় এই গ্রামে।
১০
১০
এখন জঙ্গল অনেক কমে গিয়েছে, কিন্তু বছরের পর বছর বংশ-পরম্পরায় চলে আসা এই পুজো আজও আগের মতোই হয়ে আসছে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)