Kolkata grooves in dhunuci dance during Durga Puja with Cadbury celebrations dgtl
Cadbury celebrations
ক্যাডবেরি সেলিব্রেশনস্-এর সঙ্গে ধুনুচি নাচের তালে নাচল গোটা কলকাতা
দুর্গাপুজোর সঙ্গে ধুনুচি নাচ আপামর বাঙালির মধ্যে এক আলাদা আবেগ বয়ে আনে। বঙ্গের ঐতিহ্য সঙ্গে প্রতিমার সামনে ধুনুচি নাচ যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত। বয়স, লিঙ্গ, পদমর্যাদা নির্বিশেষে বাঙালি মেতে ওঠে এই ধুনুচি নাচে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১২:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
মা দুর্গা পাড়ি দিয়েছেন কৈলাশে। ফিকে হচ্ছে উৎসবের মরসুমে। কিন্ত তবুও যেন সেই রেশ কাটতেই চায় না। পুজোর সেই উদযাপনকে খানিকটা বাড়িয়ে দিয়েছিল ধুনুচি নাচ। সঙ্গী ক্যাডবেরি সেলিব্রেশনস্।
০২১০
দুর্গাপুজোর সঙ্গে ধুনুচি নাচ আপামর বাঙালির মধ্যে এক আলাদা আবেগ বয়ে আনে। বঙ্গের ঐতিহ্য সঙ্গে প্রতিমার সামনে ধুনুচি নাচ যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত। বয়স, লিঙ্গ, পদমর্যাদা নির্বিশেষে বাঙালি মেতে ওঠে এই ধুনুচি নাচে।
০৩১০
সেই ঐতিহ্যকেই নতুনভাবে ফুটিয়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছিল ক্যাডবেরি সেলিব্রেশনস। সঙ্গী ছিল আনন্দবাজার অনলাইন।
০৪১০
পুজোর মরসুমকে আরও আনন্দময় করতে কলকাতার বিভিন্ন আবাসন এবং পাড়া মণ্ডপে তৈরি করা হয়েছিল সেলিব্রেশন জোন।
০৫১০
মণ্ডপে আগত দর্শনার্থী থেকে তারকা, সেখানে এসে ধুনুচি নাচে পা মিলিয়েছেন। পা মিলিয়েছেন আবাসিক থেকে কমিটির সঙ্গে যুক্ত থাকা মানুষরাও।
০৬১০
উৎসবের এই আবেগঘন মুহূর্তকে আরও সুন্দর করতে ঢাকের তালে, ধুনুচি নাচে পা মিলিয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে টেলিভিশনের বহু তারকারা। অভিনেতা সৌরভ দাস থেকে শুরু করে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, দর্শনা বণিক, চন্দ্রিমা দাস এবং অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।
০৭১০
আবাসন এবং পাড়ার পুজো মিলিয়ে কলকাতা আটটি জায়গায় তৈরি করা হয়েছে ক্যাডবেরি সেলিব্রেশনস জ়োন। সেখানেই আয়োজন করা হয়েছে ধুনুচি নাচের।
০৮১০
উৎসবের এই আনন্দঘন মুহূর্তকে আরও সুন্দর করতে ঢাকের তালে, ধুনুচি নাচে কোমর দোলালেন তারকারা। সঙ্গে চলল ক্যাডবেরি সেলিব্রেশনস্-এর সঙ্গে পুজোর মিষ্টিমুখও।
০৯১০
ধুনুচি নাচের পাশাপাশি, আরও বেশ কয়েকটি মজাদার খেলারও আয়োজন করা হয়েছিল এই সমস্ত জায়গায়। তারকাদের পাশাপাশি মণ্ডপে আগত দর্শনার্থীরাও সেই খেলাগুলিতে অংশ নিয়েছিলেন।